TRENDING:

Meghalaya Election Result 2023: মেঘালয়ে শতাংশের বিচারে বিজেপির থেকে এগিয়ে গেল তৃণমূল, চমকের পর চমক

Last Updated:

Meghalaya Election Result 2023: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: মেঘালয়ে বিজেপির থেকে ভোট শতাংশের বিচারে অনেকটা এগিয়ে গেল তৃণমূল৷ এখনও ভোটের প্রাথমিক ফল আসছে, তবুও শতাংশের বিচারে বিজেপির থেকে অনেকটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস৷ সেই কারণেই এ বার নতুন করে রাজনৈতিক সমীরকরণ তৈরি হতে পারে মেঘালয়ে, এমনই মনে করা হচ্ছে৷
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷ অন্য দিকে বিজেপি পেয়েছে ৮.৮১ শতাংশ৷ শতাংশের বিচারে এনপিইপি শতাংশের বিচারে ভোট পেয়েছে ৩১.৬৭ শতাংশ৷ অন্য দিকে ইউডিপি এখনও পর্যন্ত ১৬.২২ শতাংশ৷ অন্যরা পেয়েছে ৯.৯৬ শতাংশ৷

আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল

advertisement

আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?

মেঘালয়ে আপাতত বিপুল আসন নিয়ে এগিয়ে রয়েছে এনপিপি৷ সেখানে ২৪ আসনের মতো এগিয়ে রয়েছে এনপিপি৷ ফলে একক পার্টি হিসাবে এগিয়ে রয়েছে কনরাড সাংমার দল৷ ফলে এ বার সরকার গড়ার দিকে এগিয়ে আছে এনপিপি৷ অন্যদিকে, বিজেপি সে রাজ্যে এগিয়ে আছে পাঁচটি আসনে৷ কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে৷ তৃণমূল এগিয়ে আছে সাতটি আসনে৷ অন্যরা এগিয়ে আছে ১৮টি আসনে৷ এই অন্যদের মধ্যে আছে ইউডিপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফলে মেঘালয় নিয়ে যে আশা করা হয়েছিল, সেই রাজ্যে বিজেপির বিশেষ কোনও ভাল ফল হচ্ছে না৷ সেখানে বেশ পিছিয়েই আছে গেরুয়া শিবির৷ তবে সরকারও একক ভাবে কোনও দল সরকার গঠন করতে পারছে না৷ সরকার গঠন করতে এক বৃহত্তম দলকেও কোনও একটি ছোট দলকে পাশে নিতে হবে৷ সেক্ষেত্রে কনরাড সাংমারা যদি ২৪ আসনে জয় পান, তা হলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকটি আসন পেতে হবে৷ সেটি বিজেপির সঙ্গে জুড়েও না হলে কাকে জোটসঙ্গী করবেন কনরাড?

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Meghalaya Election Result 2023: মেঘালয়ে শতাংশের বিচারে বিজেপির থেকে এগিয়ে গেল তৃণমূল, চমকের পর চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল