TRENDING:

Mamata Banerjee reply to Narendra Modi: 'দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!' মোদিকে জবাব মমতার

Last Updated:

গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷ এবার তাই বাঁকুড়া পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তৎপরতা আরও বাড়বে৷ এ দিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
নরেন্দ্র মোদিকে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
নরেন্দ্র মোদিকে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
advertisement

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আপনি বাংলার ব্লকে ব্লকে মিটিং করুন, আপনাকে স্বাগত৷ কিন্তু মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনও সাহায্যের কথা বললেন না৷ যাঁরা রাস্তায় পড়ে আছে৷ আমি মাঝরাতে ছুটে গিয়েছিলাম৷’

আরও পড়ুন: ‘বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!’ ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

এর পরেই নরেন্দ্র মোদির দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে মোদির হুঁশিয়ারির জবাবে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে বলছি৷ ভাল থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন৷ কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে কি এ কথা মানায়? বলছেন ৪ জুন ভোট হয়ে গেলে বেছে বেছে গ্রেফতার করবেন, জেলে পাঠাবেন৷ আরে এজেন্সি দিয়ে গোটা দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন৷ গণতন্ত্রকে জেলে পাঠিয়ে দিয়েছেন৷ আপনার এক পকেটে এনআইএ, এক পকেটে সিবিআই৷ এক পকেটে ইডি, অন্য পকেটে ইনকাম ট্যাক্স৷ ইডি, ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ড কালেকশন বক্স৷ কাকে ধমক দিচ্ছেন? আমরা আপনার ধমকে ভয় পাই না৷ আমাদের পাঁচ জন ছেলেকে গ্রেফতার করবেন, তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন৷ আপনি হেমন্তকে গ্রেফতার কেন করালেন? দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন৷ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেন৷ তাতেও কিছু হবে না, ওরা আরও বেশি ভোটে জিতবে৷’

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন৷ কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন৷ আমিও তো বলতে পারি, সরকার তো আমাদের এখানেও থাকবে, তাহলে আপনার দলের সবাইকে আমি জেলে পাঠাবো৷ আমি কি এ কথা বলেছি? কারণ আমি অনেক খুন দেখেছি, অনেক অত্যাচার দেখেছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷ এবার তাই বাঁকুড়া পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব৷ এ দিন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে রায়পুরে সভা করেন মমতা৷ ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার৷ বাঁকুড়া জেলার আর এক কেন্দ্র বিষ্ণুপুর থেকে এবারেও প্রার্থী হয়েছেন বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ মমতা এ দিন প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে বাঁকুড়া জেলার জন্য কী করেছেন দুই বিজেপি সাংসদ?

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee reply to Narendra Modi: 'দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!' মোদিকে জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল