TRENDING:

Lok Sabha Elections WB 2024: তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফা ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে? জানিয়ে দিল কমিশন! নজরদারি শক্ত করতে ডিএম-এসপিদের কড়া নির্দেশ

Last Updated:

Lok Sabha Elections WB 2024: আগামী সপ্তাহে তৃতীয় দফার ভোট। তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে স্পষ্ট করল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দু-দফায় উত্তরবঙ্গের ভোট শেষ। আগামী সপ্তাহে তৃতীয় দফার ভোট। তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে স্পষ্ট করল কমিশন।
নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী
Representative Image
নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী Representative Image
advertisement

তৃতীয় দফায় যত সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে বুথে বুথে তত সংখ্যক বাহিনী প্রায় মোতায়েন হচ্ছে কুইক রেসপন্স টিম-এ। কৃষ্ণনগরে ১২ কোম্পানি আধাসেনা, QRT তে থাকছে ১২, জঙ্গিপুর ৬৪ কোম্পানি আধাসেনা, Qrt ৬৪ কোম্পানি, মালদহতে ১৪৪ কোম্পানি বুথে Qrt ১৪৩ কোম্পানি থাকছে এবং মুর্শিদাবাদে ১৪৪ কোম্পানি বুথে, QRT তে থাকছে ১৪৩ কোম্পানি।

advertisement

চতুর্থ দফায় ৫৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ৫৭৮ ব্যবহার করা হবে।এর মধ্য QRT থাকছে ১৪৮ কোম্পানি, যা দ্বিতীয় দফার থেকে অনেকটাই কম। জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও অঘটন না ঘটে।

কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫২ কোম্পানি, রানাঘাট ৫৪ কোম্পানি, আসানসোল লোকসভা কেন্দ্রে ৮৮ কোম্পানি এবং বীরভূমে ১৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফার ভোট। এদিন মোট সাতটি জায়গায় ভোট হতে চলেছে:- বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া। কমিশন জানিয়েছে পঞ্চম দফার ভোটে মোট ৭৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে রাজ্যে।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections WB 2024: তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফা ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে? জানিয়ে দিল কমিশন! নজরদারি শক্ত করতে ডিএম-এসপিদের কড়া নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল