তৃতীয় দফায় যত সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে বুথে বুথে তত সংখ্যক বাহিনী প্রায় মোতায়েন হচ্ছে কুইক রেসপন্স টিম-এ। কৃষ্ণনগরে ১২ কোম্পানি আধাসেনা, QRT তে থাকছে ১২, জঙ্গিপুর ৬৪ কোম্পানি আধাসেনা, Qrt ৬৪ কোম্পানি, মালদহতে ১৪৪ কোম্পানি বুথে Qrt ১৪৩ কোম্পানি থাকছে এবং মুর্শিদাবাদে ১৪৪ কোম্পানি বুথে, QRT তে থাকছে ১৪৩ কোম্পানি।
advertisement
চতুর্থ দফায় ৫৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ৫৭৮ ব্যবহার করা হবে।এর মধ্য QRT থাকছে ১৪৮ কোম্পানি, যা দ্বিতীয় দফার থেকে অনেকটাই কম। জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও অঘটন না ঘটে।
কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫২ কোম্পানি, রানাঘাট ৫৪ কোম্পানি, আসানসোল লোকসভা কেন্দ্রে ৮৮ কোম্পানি এবং বীরভূমে ১৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফার ভোট। এদিন মোট সাতটি জায়গায় ভোট হতে চলেছে:- বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া। কমিশন জানিয়েছে পঞ্চম দফার ভোটে মোট ৭৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে রাজ্যে।