সূত্রের খবর, বর্ধমানে একই দিনে সভা করতে চলেছেন মোদি-মমতা৷ আগামী ৩ মে বর্ধমানের গোদা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, ওইদিনই পূর্ব বর্ধমানের রায়না ও পূর্বস্থলীতে জোড়া জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।
advertisement
ওই দিন প্রথমে পূর্ব বর্ধমানের রায়নায় প্রথম কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় একই সময়ে ওই দিন মোদির সভা বর্ধমানে।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যেই গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদহে এসেছিলেন মোদি৷ মালদহের সেই নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘‘আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন, মনে হচ্ছে আমি হয় পূর্বজন্মে বাংলায় জন্মেছি নয়তো পরবর্তী জীবনে বাংলার মায়ের কোলে জন্ম নিতে যাচ্ছি। এত ভালবাসা আমি কখনোই পাইনি।’’
মঞ্চ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে দেখা যায় মোদিকে৷ অন্যদিকে, বিভিন্ন জনসভায় মোদি সরকারের নীতি ও বাংলার প্রতি ‘বিমাতৃসুলভ’ আচরণ নিয়ে সরব হচ্ছেন মমতাও৷