বুধবার প্রচারসভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘কাল আমি পুরো সাউথ ক্যালকাটা ১২ কিমি মিছিল করব। আমি বলেছিলাম অভিষেককে তোর এখানে যাব। তাই আজ এলাম। মোদিজি গতকাল যেখানে মিটিং করলেন, আজ আমি সেই শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি অবধি মিছিল করলাম। আজ আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। মোদি গিয়েছিল গতকাল রাজনীতি করতে।’’
advertisement
কালীঘাটের সভায় তৃণমূলনেত্রী জানান, আগামিকাল বৃহস্পতিবার দুপুর ২টো থেকে জমায়েত শুরু হবে৷ তারপর সুকান্ত সেতু হয়ে গোপাল নগর পর্যন্ত ১২ কিলোমিটার মিছিল হবে।
আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো কোন পথে হবে? তৃণমূল সূত্রের খবর, মিছিল যাবে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে বালিগঞ্জ ফাঁড়ি (ভায়া যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি)৷ তারপর, হাজরা রোড, শরৎ বোস ক্রসিংস চক্রবেড়িয়া রোড, জাস্টিস চন্দ্র মাধব রোড, রামমোহন দত্ত রোড, অ্যালেনবাই রোড, পদ্মপুকুর রোড, যদুবাবুর বাজার, ডিএন ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ফায়ার স্টেশন, গোপালনগর৷ গোপালনগরেই শেষ হবে রোড শো৷