TRENDING:

Lok sabha Elections 2024: ‘ভোট হয়ে গেলে আবার আমরা বন্ধু,’ দার্জিলিঙে ভোট হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের

Last Updated:

ভোট দিয়ে বেড়িয়ে এদিন অজয় বলেন, "দার্জিলিংয়ের মতো শান্তিপূর্ণ ভোট কোথাও হয় না। এই ভোট সকলের কাছে শিক্ষণীয়। আমরা ভোটের আগে সবাই সবার মত জানিয়ে দারুণ প্রচার করেছি। এখন তো আর নতুন কিছু করা বা বলার নেই। আজ বিকেলে ভোট শেষ হয়ে গেলেই আমরা সকলে আবার বন্ধু হয়ে যাব।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: পাহাড়ের ভোটে অন্যতম নিয়ন্ত্রক তিনি। তাঁর প্রতিষ্ঠিত হামরো পার্টি এবার হাত মিলিয়েছে বাম-কংগ্রেস জোটের সাথে। আর সেই জোট জয়ের ব্যাপারে আশাবাদী বলছেন অজয় এডওয়ার্ড। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন দার্জিলিংয়ের সেন্ট রবার্টস স্কুলে ৮৩ বছরের বৃদ্ধা মা সিলসিলা এডওয়ার্ডকে সাথে নিয়ে ভোট দিলেন তিনি।
advertisement

ভোট দিয়ে বেড়িয়ে এদিন অজয় বলেন, “দার্জিলিংয়ের মতো শান্তিপূর্ণ ভোট কোথাও হয় না। এই ভোট সকলের কাছে শিক্ষণীয়। আমরা ভোটের আগে সবাই সবার মত জানিয়ে দারুণ প্রচার করেছি। এখন তো আর নতুন কিছু করা বা বলার নেই। আজ বিকেলে ভোট শেষ হয়ে গেলেই আমরা সকলে আবার বন্ধু হয়ে যাব।”

আরও পডুন: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

advertisement

ফলে ভোটের দিন বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে নানা কথা বললেও এদিন অজয় কার্যত রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন। অজয়ের দাবি, মানুষ সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছেন। মানুষ যথাযথ সিদ্ধান্ত নেবেন। জোট এবার পাহাড়ে দারুণ ফল করবে।

আরও পডুন: ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল দার্জিলিংয়ে, রায়গঞ্জ ও বালুরঘাটেও মহোৎসাহে চলছে ভোটপর্ব

advertisement

দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে দার্জিলিঙ, রায়গঞ্জ, বালুরঘাটে৷ সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে দার্জিলিঙে- ৩২.৭৫%, রায়গঞ্জে- ৩২.৫১%, বালুরঘাটে- ২৮.১১%৷

এদিন সকালে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জি এস এফ পি স্কুলে ৮৩ নম্বর বুথে ছেলে প্রিয়দীপ দাশমুন্সিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok sabha Elections 2024: ‘ভোট হয়ে গেলে আবার আমরা বন্ধু,’ দার্জিলিঙে ভোট হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল