তার মধ্যেই কোন কোন বুথকে স্পর্শকাতর, কোন বুথে ওয়েব কাস্টিং করতে চায় তার তথ্য জেলাগুলোর থেকেই চাইল কমিশন। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে সব স্পর্শকাতর বুথেই ওয়েব কাস্টিং করতে চায় কমিশন। তাই ৪২ টি লোকসভা আসন ধরে ধরে তথ্য পাঠানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
advertisement
কতগুলি বুথ আছে বর্তমানে লোকসভা আসন ভিত্তিক, তার ৫০ শতাংশ করলে কত সংখ্যা হয়, তার একটা পরিসংখ্যান দিতে হবে নির্বাচন কমিশনকে। গত পঞ্চায়েত ভোটে রক্ত ঝরেছিল বাংলায়। হিংসার ঘটনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছিল। তাই লোকসভা ভোটের আগে খুবই সতর্ক কমিশন।
আরও পড়ুন: আরও কাছে! উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব কমল ১০০ কিমি! অসম্ভব কাজটা কীভাবে হল জানেন?
আসন্ন লোকসভা নির্বাচনের আগে জেলায় স্পর্শকাতর বুথ চিহ্নিত করার দিকে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন। সূত্রের খবর, প্রশাসন ও পুলিশের তথ্যের উপর ভিত্তি করে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হবে। পাশাপাশি, গুরুত্ব দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির অভিযোগের উপরেও। কোনও বুথ নিয়ে আশঙ্কার কথা যদি কোনও রাজনৈতিক দল তুলে ধরে এবং সেই অভিযোগের যদি সারবত্তা থাকে, তা হলে সেই বুথগুলিকেও স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়