TRENDING:

Lok Sabha Election 2024: নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

Last Updated:

Lok Sabha Election 2024: ১২ টির ও বেশি জনসভা ও রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর ও জঙ্গল মহলের জেলাগুলিতে বলেই সূত্র মারফত খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুরঃ  ষষ্ঠ দফার ভোটকে সামনে রেখে আজ থেকে টানা জঙ্গলমহলে শেষ পর্যায়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের লোকসভা আসন গুলিতে। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে হলদিয়া ও এগরাতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাঁথি লোকসভার মধ্যে কাথি শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করবেন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এই দুই লোকসভা এবার পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। আর তাকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় শেষ পর্যায়ে কার্যত প্রচারে ঝড় ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহলের মত। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সূত্রের খবর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শেষ পর্যায়ে সভা করবেন।

advertisement

আরও পড়ুনঃ হাওড়া স্টেশন রক্তারক্তি কাণ্ড! মহিলার পেটে ছুরি যুবকের! মুহূর্তে সব শেষ, ভয়ঙ্কর ঘটনা

বৃহস্পতিবারের পর শুক্রবারে ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম এ একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। সূত্রের খবর ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। এর পাশাপাশি ঘাটাল লোকসভার মধ্যে দাসপুরেও এই দিন সভা করার পাশাপাশি খড়্গপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। শনিবার আরামবাগ লোকসভার ভোটকে সামনে রেখে একদম শেষ পর্যায়ে ফের আরামবাগে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভার অধীনে গোঘাট এ ভোটের একদম শেষ পর্যায়ে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ১৮ই মে আরামবাগ লোকসভার নির্বাচনী প্রচার শেষ হবে। আর ঐদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভার অধীনে গোঘাটে নির্বাচনী সভা করবেন।

advertisement

পাশাপাশি ঐদিন বিষ্ণুপুর লোকসভাতেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উনিশে মে জঙ্গলমহলের দুই জেলা অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়াতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বাঁকুড়া শহর ও পুরুলিয়া শহরের প্রায় কয়েক কিলোমিটার দূরে পরপর দুটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ২০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে রোড শো করবেন। সেই রোড শো করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে যাওয়ার কথা।

advertisement

এবারের পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচনী সভার থেকে বেশি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা তথা জঙ্গলমহলের জেলাগুলিতে বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী। ২০১৯ এর লোকসভা ভোটে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম এই লোকসভা গুলির দখল বিজেপির হাতে গিয়েছিল। তাকে সামনে রেখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার আরো জোরদার করছেন বলেই রাজনৈতিক মহলের মত। এর আগেও পরপর দু দফায় জঙ্গলমহলে জেলাগুলিতে নির্বাচনী সভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয় দফায় একদম ভোটের শেষ লগ্নে ফের জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরের জেলা গুলিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ শে মে পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল