আরও পড়ুনঃ বাংলা সারেগামাপা-এ বড় বদল! যিশু বা আবীর নয়, এবার রিয়্যালিটি শো-এর সঞ্চালক এই নায়ক-গায়ক!
হলফনামা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে শতাব্দী রায়ের রোজগার ছিল ১৪ লাখ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার ছিল ১১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লাখ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৩০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছেন ৮ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা। ৩১ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী শতাব্দী রায়ের হাতে থাকা নগদের পরিমাণ হল ৬৫ হাজার টাকা।
advertisement
স্থাবর সম্পত্তির হিসেব- তৃণমূল প্রার্থীর ৩টি ফ্ল্যাট ও স্বামীর সঙ্গে যৌথভাবে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি। কলকাতা ছাড়াও বোলপুরেও ফ্ল্যাট রয়েছে তাঁর। শতাব্দীর স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ৫ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। তবে শতাব্দী রায়ের লোনও রয়েছে। হলফনামা অনুযায়ী শতাব্দী রায়ের মোট লোনের পরিমাণ ২ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা।
অস্থাবর সম্পত্তি হিসেব- শতাব্দী রায়ের ১০টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তা ছাড়াও, ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে তাঁর। এনএসসি রয়েছে ৩৭টি। শতাব্দীর একটি গাড়ি রয়েছে, মূল্য ৩০ লাখ ৫৮ হাজার ১১ টাকা। এছাড়াও গয়না যেমব হার, দুল, চুরি, বালা, আঙটি ইত্যাদি মিলিয়ে শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৭৬৯.৯৫ কোটি টাকা।