এরই মধ্যে একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে, যে কাপুর পরিবারের দুই বিশিষ্ট সদস্য, অভিনেত্রী করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান নাকি একনাথ শিন্ডের শিবসেনা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন৷ শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। কাপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে।
advertisement
আজ, বৃহস্পতিবার প্রাক্তন বলিউড সুপারস্টার গোবিন্দাও রাজনীতিতে ফিরে এসেছেন। একনাথ শিন্ডের ‘শিবসেনা’য় যোগদান করলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ৷ হাতে শিবসেনার পতাকা তুলে নিয়ে গোবিন্দা বলেন, ‘‘২০১০ থেকে ২০২৪ পর্যন্ত ১৪ বছর বনবাসে ছিলাম৷ এবার শিন্ডে জি-র ছত্রছায়ায় এবার আমি রামরাজ্যে প্রবেশ করলাম৷’’
আর এদিকে যদি সত্যিই সইফ আলি খানের স্ত্রী করিনা এবং তাঁর দিদি করিশ্মার এই খবর সত্যি হয়, তাহলে তাঁরা কেবল শিবসেনাতেই যোগ দিচ্ছে না, আসন্ন লোকসভা নির্বাচনেও বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারেন বলেও মনে করা হচ্ছে।