মেঘালয়ের সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে বলা যায়, সেখানে আপাতত ২৮টি আসনে এগিয়ে আছে এনপিপি, ন’টি আসনে জিতেছে এই দল৷ আর এখনও পর্যন্ত দু’টি আসনে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে আছে আরও দু’টি আসনে৷ ফলে এই দুই দল মিলে যদি জোট তৈরি করে, তা হলে এদের সর্বমোট আসন সংখ্যা হতে পারে ৩২৷ ফলে সহজে সরকার গড়তে পারবে এই দুই দল৷ সেই অঙ্কেই কি শেষ পর্যন্ত এগোবে মেঘালয়ের রাজনীতি?
advertisement
আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷ অন্য দিকে বিজেপি পেয়েছে ৮.৮১ শতাংশ৷ শতাংশের বিচারে এনপিইপি শতাংশের বিচারে ভোট পেয়েছে ৩১.৬৭ শতাংশ৷ অন্য দিকে ইউডিপি এখনও পর্যন্ত ১৬.২২ শতাংশ৷ অন্যরা পেয়েছে ৯.৯৬ শতাংশ৷
তাহলে তৃণমূলের কী ভূমিকা থাকতে পারে? এখনও পর্যন্ত বিজেপি ও কংগ্রেসের থেকে তিনটি বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল৷ তৃণমূল জিতেছে একটি আসনে, আর এগিয়ে আছে ছ’টি আসনে৷ ফলে সাতটি আসন জিততে পারে তৃণমূল৷ এখন বিষয় হল, তা হলে তৃণমূলের ভূমিকা কী হবে, সেটাই দেখার৷