অসমের মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের জবাব দিয়ে কংগ্রেসের শীর্ষ নেতা মণীশ তিওয়ারি বলেন, হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য সস্তার ট্রোল করার মতো৷
ভারত জোড়ো যাত্রা চলাকালীন মুখে বড় দাড়ি রাখতে দেখা গিয়েছে রাহুল গান্ধিকে৷ তার এই নতুন লুক-কেই কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: অসম-মেঘালয় সংঘর্ষের ঘটনায় CBI-NIA তদন্তের ভাবনা
advertisement
মঙ্গলবার আহমেদাবাদে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'একটু আগেই দেখলাম রাহুল গান্ধির চেহারা বদলে গিয়েছে৷ আমি কয়েকদিন আগেও একটি টিভি সাক্ষাৎকারে বলেছি, চেহারায় বদল আনার চেষ্টার মধ্যে কোনও ভুল নেই৷ কিন্তু যদি চেহারায় বদল আনতেই হয়, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল অথবা জওহরলাল নেহরুর মতো করুন৷ গান্ধিজির মতো দেখতে লাগলেও ভাল লাগবে৷ কিন্তু আপনার মুখটা সাদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে কেন? কারণ কংগ্রেসের সংস্কৃতি ভারতীয়দের সঙ্গে মেলে না৷ বরং যাঁরা কোনও দিন ভারতকে বোঝেনি, তাদের সঙ্গে কংগ্রেসের ভাবনাচিন্তা মিলে যায়৷'
আরও পড়ুন: 'ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে পারে,' এনআরসি নিয়ে বিস্ফোরক মমতা
রাহুল গান্ধিকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, গুজরাত, হিমাচল প্রদেশের মতো যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে ভারত জোড়ো যাত্রা নিয়ে যাচ্ছেন না রাহুল গান্ধি৷ বরং যে রাজ্যগুলিতে ভোট নেই. সেখানে পদযাত্রা করছেন তিনি৷ কারণ রাহুল গান্ধি ভাল ভাবেই জানেন, তিনি যেখানেই যাবেন, ভোটে হারবে কংগ্রেস৷
রাহুল গান্ধির সঙ্গে মেধা পটকরকে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা গিয়েছে৷ সেই প্রসঙ্গ তুলে হিমন্ত বিশ্বশর্মা বলেন, গুজরাতের মানুষ যাতে জল না পান তার জন্য আন্দোলন করেছিলেন মেধা পটকর৷ অথচ তাঁর সঙ্গে পদযাত্রায় হাঁটছেন রাহুল গান্ধি৷