আপ নেতা মনীশ সিসোদিয়া জানিয়েছেন, "গুজরাতে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে৷ আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা মুখ থুবড়ে পড়বেন৷ আর সেই ভয়ে আমাদের প্রার্থীকে অপহরণ করা হয়েছে৷ কাঞ্চন জারিওয়ালা এবং তাঁর পরিবারের খোঁজ মঙ্গলবার রাত থেকে মিলছে না৷ মনোনয়ন পত্র স্ক্রুটিনি করতে গেছিলেন তিনি৷ কিন্তু সেই অফিস থেকে ফেরার পরে নিখোঁজ৷ বিজেপির গুণ্ডারা আমাদের দলের এই নেতাকে তুলে নিয়ে গিয়েছে৷ এখন তিনি কোথায় আছেন, সেই খোঁজ আমরা পাচ্ছি না৷ এটা মারাত্মক ঘটনা৷ শুধু প্রার্থীকে অপহরণ করা নয়, এর আসলে গণতন্ত্রকে অপহরণ করা৷"
advertisement
আরও পড়ুন, আচমকা কার্ডিয়াক অ্যারাস্ট, অতি সঙ্কটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইট করে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন৷ তিনি ট্যুইটে জানিয়েছেন, "প্রথমে কাঞ্চনের মনোনয়ন পত্র বাতিল করার চেষ্টা করেছিল বিজেপি৷ কিন্তু সেটা গ্রহণ হয়ে যায়৷ এর পরেই সেই মনোয়নপত্র তোলার জন্য চাপ দিয়েছিল বিজেপি নেতারা৷ আমাদের দলের নেতা কি কিডন্যাপ হয়েছে?"
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ফের তৈরি নতুন নিম্নচাপ, ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কলকাতার শীতের ইনিংসে কী ইতি,রইল আপডেট
যদিও বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা৷ ১৮২ আসনের গুজরাত বিধানসভা আসনের নির্বাচন শুরু হবে ডিসেম্বর থেকে৷ মোট দুই দফায় হবে এই নির্বাচন পর্ব৷ ভোটের ফল প্রকাশ হবে ৮ তারিখ৷ এবারের গুজরাত বিধানসভা নির্বাচনকে প্রথম থেকেই পাখির চোখ করেছে আম আদমি পার্টি৷ ভোটের আগেই বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তারা৷