শুধুমাত্র আহমেদাবাদেই হাজার হাজার বিয়ে হয়েছে এবং সূত্র বলছে যে এটি ভোটদানের শতাংশের পরিমাণে প্রভাব পড়তে পারে। আহমেদাবাদের আরসি ইভেন্টস-এর রাজীব ছাজেদ বলেছেন যে ৫ ডিসেম্বর শুধুমাত্র আহমেদাবাদেই ৩০ থেকে ৪০ হাজার বিয়ে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করা আমাদের পক্ষে কঠিন।
আরও পড়ুন:রাতভর মাঠে-মাঠে ঘুরছেন বিডিও, চন্দ্রকোনায় হঠাৎ হল টা কী? চাঞ্চল্য এলাকায়
advertisement
আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস
বর্তমানে হল, গাড়ি, ক্যাটারিং-এর মতো সুযোগ-সুবিধা তৈরি করতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। এমতাবস্থায় বিয়ের পরিবারগুলি কোথায় যাবে বুঝতে পারছে না, ভোট দেওয়া যেমন দরকার, তেমনই পরিবারের সঙ্গ এখন ছাড়া তো উচিত নয়।
আহমেদাবাদের পাত্র শ্যাম প্যাটেল বলেন, ‘‘আমার বিয়ে ৪ তারিখে এবং পরের দিন সকালে গ্রহ শান্তি এবং ৫ তারিখ সন্ধ্যায় রিসেপশন। বলাই বাহুল্য সে জন্য আমি ৫ তারিখে সারাদিন ফাঁকা থাকতে পারব না এবং আমি ভোট দিতে যেতেও পারব না কারণ আমার বাড়িতে অনেক অতিথি আসবেন।’’
মধ্য ও উত্তর গুজরাটে ভোট হবে ৫ ডিসেম্বর। ২১টিরও বেশি জেলায় ভোট অনুষ্ঠিত হবে এবং এই দিনেই গুজরাটে হাজার হাজার বিয়ে অনুষ্ঠিত হবে। এতে ভোট গ্রহণে প্রভাব পড়তে পারে। রাজনৈতিক দলগুলো বলছে বিয়ের মতো অনুষ্ঠানে জোর করে ভোট দিতে যেতে বলা সম্ভব নয়? যাঁদের বাড়িতে অনু৷্ঠান আছে তারা দিনভর ব্যস্ত থাকেন এবং ভোটকেন্দ্রে যাওয়া এড়িয়ে যান। প্রথম দফার ভোটে কিছু উৎসাহী বর বেশি ভোট দিতে এলেও এমন মানুষের সংখ্যা খুবই কম। ৫ ডিসেম্বর ভোট করতে অনেক ঘাম ঝরাতে হবে বলে মনে হচ্ছে।