TRENDING:

Dilip Ghosh: '৩৫ আসন পেলেই...', হঠাৎ বামেদের কাছে আর্জি দিলীপের! শুনে কী জবাব দিল তৃণমূল?

Last Updated:

দিলীপের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা৷ পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: গত বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বার বার সিপিএম সহ বামেদের কাছে বিজেপিকে সাহায্য করার বার্তা শোনা গিয়েছিল৷ এবার সেই একই আর্জি শোনা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে৷ তৃণমূলকে হারাতে সরাসরি বাম এবং কংগ্রেস কর্মীদের সাহায্য চাইলেন দিলীপ৷ যদিও দিলীপের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা৷ পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও৷
 দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

এ দিন দুর্গাপুরে মর্নিং ওয়াকের ফাঁকেই ভোটের প্রচার করতে গিয়ে দিলীপ ঘোষ বাম এবং কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই হাত ধরে এই ডাকাতগুলোকে ধরে এনে বসিয়েছেন৷ ফলে আপনাদেরও দায়িত্ব আছে এই ডাকাতদের সরাবার৷ রং পরে দেখব৷ আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে৷ আসুন মোদির হাত শক্ত করুন৷’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ এ দিন দাবি করেন, লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জয়ী হলে ছ মাসের মধ্যে রাজ্য সরকার ক্ষমতাচ্যুত হবে৷

advertisement

আরও পড়ুন: ‘স্কুলে কি বিজেপি, আরএসএস-এর লোকরা পড়াবে?’ ২৬ হাজার চাকরি বাতিলে প্রশ্ন মমতার

তবে দিলীপের বার্তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘উনি বোধহয় জানেন না রাজনীতিতে এক জিনিস বার বার ঘটে না৷ মানুষ ২০১৯ আর ২০২১-এ বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে৷ মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছে, তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং হয়েছে৷ ফলে একই ভুল মানুষ বার বার করবে না৷ মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকেই উৎখাত করবে৷’

advertisement

দিলীপের এই মন্তব্যের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষের কথায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ সঠিক বলে প্রমাণিত৷ বিজেপির ভোট কোথায়? বাম-কংগ্রেস ভোট দিয়েছিল। তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা থেকে ভোট দেয় বামেরা। বিজেপির এই দুই ভাই৷ বামেদের ভোট কমেছে। কংগ্রেসের ভোট কমেছে। সেটা বিজেপিতে গেছে। যতই অক্সিজেন দিন হবে না কিছু।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয় পুরনো সামগ্রিক বেচেই লক্ষী লাভ, জানুন কী ভাবে শুরু করবেন এই ব্যবসা
আরও দেখুন

সহ প্রতিবেদন- আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: '৩৫ আসন পেলেই...', হঠাৎ বামেদের কাছে আর্জি দিলীপের! শুনে কী জবাব দিল তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল