TRENDING:

Dev: মাঝ আকাশে ধোঁয়ায় ভরল হেলিকপ্টার, চরম বিপদ! 'মৃত্যুমুখ থেকে ফিরলাম', বলছেন দেব

Last Updated:

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে এ দিন মালদহ উত্তর কেন্দ্রে গিয়েছিলেন দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ভোট প্রচারে বেরিয়ে মাঝ আকাশে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ঘাটালের তৃণমূল প্রার্থী এবং অভিনেতা দেব৷ এ দিন মালদহ থেকে মুর্শিদাবাদের যাওয়ার সময় মাঝ আকাশেই দেবের হেলিকপ্টার ধোঁয়ায় ভরে যায় বলে খবর৷ তড়িঘড়ি মালদহে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি৷ ভাগ্যক্রমে বড়সড় কোনও বিপত্তি হয়নি৷ দেবের সঙ্গে আরও কয়েকজন হেলিকপ্টারে ছিলেন বলে খবর৷
বড় বিপদ থেকে রক্ষা পেলেন দেব৷
বড় বিপদ থেকে রক্ষা পেলেন দেব৷
advertisement

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে এ দিন মালদহ উত্তর কেন্দ্রে গিয়েছিলেন দেব৷ মালদহের রতুয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করেন দেব৷ এর পরই মালদহ থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন দেব৷ তখনই ঘটে বিপত্তি৷

আরও পড়ুন: ‘কোথায় ছিলেন, ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে!’ মোদি আশ্বাস দিতেই জবাব মমতার

advertisement

দেব জানিয়েছেন, মালদহ ছেড়ে আকাশে ওড়ার পর হেলিকপ্টারটি স্বাভাবিক ভাবেই আকাশ উড়েছিল৷ কিন্তু, দশ থেকে পনেরো মিনিট ওড়ার পরই হেলকপ্টারটি ধোঁয়ায় ভরতে থাকে৷ আসতে আসতে গোটা হেলিকপ্টারই ধোঁয়ায় ভরে যায়৷ পরিস্থিতি দেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট৷ শেষ পর্যন্ত বড় কোনও বিপদ ঘটার আগেই হেলিকপ্টারটি মালদহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷ গোটা ঘটনায় স্বভাবতই আতঙ্কিত দেব৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে দেব নিদেই বলেন, ‘মৃ্ত্যু মুখ থেকে ফিরে এলাম৷’

advertisement

দেব জানিয়েছেন, রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগরে প্রচারে যাওয়ার কথা ছিল দেবের৷ হেলিকপ্টার বিভ্রাট হওয়ায় সড়কপথেই রওনা দেন দেব৷ প্রায় ঘণ্টা চারেকের পথ পেরিয়ে রানিনগরে গিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূলের তারকা সাংসদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নিজের কেন্দ্র ঘাটাল ছাড়াও গোটা রাজ্যে একাধিক কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে যাচ্ছেন দেব৷ এর আগে উত্তরবঙ্গেও প্রচারে যান তৃণমূলের তারকা প্রার্থী৷ আগামী ৭ মে মালদহের দুটি এবং মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে৷ তার আগে এ দিন দুই জেলায় প্রচারে যাওয়ার কর্মসূচি ছিল দেবের৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev: মাঝ আকাশে ধোঁয়ায় ভরল হেলিকপ্টার, চরম বিপদ! 'মৃত্যুমুখ থেকে ফিরলাম', বলছেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল