বৃহস্পতিবার সন্ধেবেলা দিল্লির কার্যালয় থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত এবং প্রকাশ কারাত৷
ইস্তেহার প্রকাশকালে সীতারাম ইয়েচুরি জানান, বর্তমানে ‘অস্তিত্ব সঙ্কটে’ভুগছে এই দেশ৷ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো অত্যন্ত প্রয়োজন৷
advertisement
CAA, UAPA এবং PMLA-র মতো আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি, দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার উন্নতিকরণ, ১০০ দিনের কাজের পারিশ্রমিক দ্বিগুণ করা, মানুষের কর্মসংস্থানের উপরে জোর দেওয়া, প্রতিটা মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া নিশ্চিত করার মতো প্রতিশ্রুতির কথাও নিজেদের ইস্তেহারে উল্লেখ করেছে সিপিএম৷ পাশাপাশি, তারা জানিয়েছে, তাদের সরকার ক্ষমতায় এসে দেশজুড়ে করা হবে জাতি সুমারি, পাশাপাশি, নিশ্চিত করা হবে জম্মু ও কাশ্মীরের ভোট প্রক্রিয়াও৷
এদিন ইস্তেহার প্রকাশের পরে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা, এবং সংবিধান মেনে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে উল্লিখিত প্রতিটা মানুষের সমানাধিকার নিশ্চিত করা৷’’
ইয়েচুরির কথায়, ‘‘একজন দেশপ্রেমী হিসাবে এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত বিজেপি এবং তাদের সমস্ত জোটসঙ্গীকে পরাজিত করা৷ রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখা এবং অঙ্গরাজ্যের অধিকারকে অক্ষুণ্ণ রাখার মতো নীতি অবধারিত ভাবে মেনে চলা আমাদের কর্তব্য৷’’
