TRENDING:

Rahul Gandhi: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

Last Updated:

লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করেছে তারা৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও বিজেপি এবং এনডিএ-কে চাপে ফেলে ২৩৪টি আসনে জয়লাভ করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভায় সম্ভবত বিরোধী দলনেতার আসনে বসতে চলেছেন রাহুল গান্ধি৷ এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই প্রস্তাব পাস হয়েছে৷ সূত্রের খবর, সর্বসম্মতিক্রমেই রাহুলের নামে সিলমোহর পড়েছে৷
বিরোধী দলনেতা রাহুল গান্ধি?
বিরোধী দলনেতা রাহুল গান্ধি?
advertisement

গত দশ বছর বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাতেই পৌঁছতে পারেনি কংগ্রেস৷ ফলে লোকসভায় অধীররঞ্জন চৌধুরী কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলালেও বিরোধী দলনেতার পদ খালিই ছিল৷ ফলে প্রায় দশ বছর পরে সংসদে বিরোধী দলনেতার পদ ফিরতে চলেছে৷ আর সেই গুরুদায়িত্ব সম্ভবত পালন করতে চলেছেন রাহুলই৷ তবে পুরোটাই নির্ভর করেছে রাহুলের সিদ্ধান্তের উপরে৷ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন কি না, তা ভেবে দেখবেন বলে বৈঠকে জানিয়েছেন রাহুল৷

advertisement

আরও পড়ুন: ‘ওল্ড ইজ গোল্ড!’ হারের পর ফুঁসছেন দিলীপ, এবার ফেসবুক পোস্টে কী বোঝালেন?

একের পর এক নির্বাচনে বিপর্যয় কাটিয়ে উঠে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখেছে কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করেছে তারা৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও বিজেপি এবং এনডিএ-কে চাপে ফেলে ২৩৪টি আসনে জয়লাভ করেছে৷ কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানো এবং ইন্ডিয়া জোটের সাফল্যের বড় কৃতিত্ব রাহুল গান্ধিকেই দিচ্ছেন কংগ্রেস নেতারা৷

advertisement

এ দিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও কংগ্রেসের পুনরুত্থানের কারণ হিসেবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করা হয়৷ বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো দলের শীর্ষ নেতারা৷

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেসের পুনরুত্থান শুরু হয়ে গিয়েছে৷ তবে বেশ কিছু রাজ্যে আমাদের খারাপ ফল হয়েছে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে৷’ নরেন্দ্র মোদির কাছে বারাণসী কেন্দ্রে পরাজিত কংগ্রেস নেতা অজয় রাই বলেন, ‘বিজেপি কংগ্রেস মুক্ত ভারতের কথা প্রচার করেছিল৷ ভারত আবার কংগ্রেস যুক্ত হয়ে গিয়েছে৷ রাহুল গান্ধি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন৷ তাঁরই বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা উচিত৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা, মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলরাও জানিয়েছেন, রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাস হয়েছে৷ শেষ পর্যন্ত রাহুল নিজে এই দায়িত্ব নিতে রাজি হন কি না, সেটাই এখন দেখার৷’

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rahul Gandhi: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল