TRENDING:

BJP Candidate List West Bengal: ব্যারাকপুরে অর্জুনেই আস্থা বিজেপির, পার্থ ভৌমিককে ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার

Last Updated:

BJP Candidate List West Bengal: রাজ্যে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নামেই শীলমোহর দিল ভারতীয় জনতা পার্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত ভেবেছিলেন ব্য়ারাকপুরে তিনিই প্রার্থী হতে চলেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পার্থ ভৌমিকের নাম। তারপরই একপ্রকার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। কয়েক দিনের জল্পনার পর দিল্লিতে গিয়ে দ্বিতীয়বারের জন্য যোগ দিয়েছিলেন বিজেপিতে। অবশেষে রাজ্যে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নামেই শীলমোহর দিল ভারতীয় জনতা পার্টি।
advertisement

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা পর্ব থেকেই অর্জুন সিং জানিয়ে দিয়েছিলেন ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। একদা সতীর্থের বিরুদ্ধে আক্রমণও সানাচ্ছিলে অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পর অপেক্ষা ছিল শুধু প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার। অবেশেষে রবিবাসরীয় সন্ধ্যায় ব্যারাকপুরে পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হল অর্জুন সিংয়ের।

ব্যারাকপুরের ‘বাহুবলীর’ নাম ঘোষণা হতেই অর্জুন সিংয়ের অফিসের বাইরে অকাল দীপাবলী। দোলের আগের দিন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ায় অর্জুন সিংকে রাঙিয়ে দেন তাঁর অনুগামীরা। চেনা পিচে ফের ব্যাটিং করার সুযোগ মেলায় আত্মবিশ্বাসী অর্জুন সিং। জানিয়ে দেন,”আগের বারের থেকে বেশি ভোটে জিতব।” মার্জিন এক লাখের বেশি বলেও কার্যত হঙ্কার ছাড়ে অর্জুন। আগামীকাল থেকেই প্রচারে নামার কথা জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রার্থী হওয়ার পর সাংবাদিক বৈঠকে রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান অর্জুন সিং। তিনি বলেন, “সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে, অমিতাভ চক্রবর্তী, কর্মী-সদস্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার উপর বিশ্বাস রেখে দল দায়িত্ব দিয়েছে। মানুষ চেয়েছিলেন ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি। তাঁদের আশীর্বাদ মাথায় নিয়ে লড়ব। নিশ্চিত ভাবে ২০১৯-এর থেকে অনেক বেশি ভোটে জয়ী হব। ১ লক্ষের বেশি ব্যবধানে জিতব।” তবে শেষ হাসি কে হাসে তার উত্তর মিলবে ৪ জুন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate List West Bengal: ব্যারাকপুরে অর্জুনেই আস্থা বিজেপির, পার্থ ভৌমিককে ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল