আরও পড়ুন: স্ট্যাচু অফ ইউনিটি! বিশ্বের সর্বোচ্চ মূর্তি দেশবাসীকে উত্সর্গ মোদির
উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা-সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন। পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয়েছে পানীয় জল প্রকল্প। আর এই প্রকল্পের জল সম্পূর্ণ আর্সেনিকমুক্ত। সেকারণেই গাইঘাটার গুটরি-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা এই জল প্রকল্পের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ইছাপুর দু' নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গুটরি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জল প্রকল্প তৈরি হয়েছে। সেখানেই স্থানীয় থেকে পার্শ্ববর্তী গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: কাশ্মীরে সেনা-বুলেটে ঝাঁঝরা জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাইপো
সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প
-----------------------------------
- আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প
- বিদ্যুতের খরচ বাঁচাতে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প
- লোডশেডিং থাকলেও জল পেতে সমস্যা হবে না
- সূর্য উঠলেই জল প্রকল্পে বিশুদ্ধ পানীয় জল তৈরি হচ্ছে
আর্সেনিকের দাপট থেকে মুক্তি পেেয়ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েতের উদ্যোগে খুশি গাইঘাটা-সহ আশেপাশের মানুষ।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের নিয়মে বড় বদল !
আগে আর্সেনিকের প্রভাবে এলাকায় রোগভোগের প্রকোপ বাড়ছিল। এখন আর্সেনিকমুক্ত পানীয় জল েপয়ে নিশ্চিন্তে তেষ্টা মেটাচ্ছেন বাসিন্দারা। মিটেছে জলের কষ্ট।