আরও পড়ুনঃ NAAC-এর মূল্যায়নে দেশের প্রথম শ্রেণীর শিক্ষায়তনের তালিকায় চন্দননগর কলেজ
ইতিমধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে শুরু হয়েছে বৈঠক। পরবর্তী সময়ে জেলার অন্যান্য মহকুমা গুলিতেও এই কর্মসূচি পালিত হবে জানিয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।
advertisement
উল্লেখ্য ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ১৮২০ সালে ২৬ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার ২০৫ তম জন্ম শতবার্ষিকী পালন শুরু হচ্ছে আর তাই সারা জেলা জুড়ে এই কর্মসূচি নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এহেন উদ্যোগে খুশি সকলেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 3:22 PM IST