TRENDING:

West Bengal Universities: বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে পারতেন মুখ্যমন্ত্রী, রাজ্যের দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি!

Last Updated:

West Bengal Universities: ২০২৪ সালের ২০ এপ্রিল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ মহামান্য রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্মতি মিলল না রাষ্ট্রপতির
সম্মতি মিলল না রাষ্ট্রপতির
advertisement

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারত, এমন দুটি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতিপশ্চিমবঙ্গের রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর সংক্রান্ত ক্ষমতা বদলের প্রস্তাব থাকা ওই বিলগুলি রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত কার্যকর হচ্ছে না।

advertisement

২০২৪ সালের ২০ এপ্রিল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ মহামান্য রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল।

আরও পড়ুন: ‘যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!’ এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!

advertisement

একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছেরাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।” এই প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত দুই সংশোধনী বিলে সম্মতি প্রদান থেকে বিরত থাকলেন বলে জানানো হয়েছে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Universities: বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে পারতেন মুখ্যমন্ত্রী, রাজ্যের দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল