১২ টায় রেজাল্ট ঘোষণার পর সাড়ে ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ রেজাল্ট জানতে সবার আগে চোখ রাখুন নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷
ক্লিক করুন—->https://bengali.news18.com/news/career/board-results/ টাইপ করুন আপনার রোল নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷
advertisement
চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর৷ গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত ১৫ মে ট্যুইটে ফল ঘোষণার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।
আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
সবার আগে সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন News18 Bangla.com-এ
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।