আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, কলকাতার স্থান কোথায়?
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা ২০২১ সালে মাধ্যমিক দেইনি তাঁরা মহামরীর কারণে। তাই উচ্চ মাধ্যমিক ছিল তাঁদের জন্য প্রথম বড় পরীক্ষা। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে আমাদের কাছে এটি একটি চ্যালেঞ্জ ছিল।’
advertisement
আরও পড়ুনঃ রেকর্ড দিনের মাথায় আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে ‘QR Code’
মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে তার মধ্যে ১৫টি ছিল ভাষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু’জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা ছিলেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হয়েছিল। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছিল কন্ট্রোল রুমও।