জয়েন্টের ফলপ্রকাশ ইতিমধ্যে তিন মাসেরও বেশি পিছিয়ে গিয়েছে। মূলত আইনি জটিলতার কারণেই এই বারেও বারে পিছিয়ে যাওয়া। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের আগের একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল, যার ফলে ফলাফল প্রকাশের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছিল। তবে ফের আদালত অবমাননার মামলা সামনে এসেছে, যা আবার ফলপ্রকাশের প্রক্রিয়া থমকে দিয়েছে।
advertisement
সূত্রের খবর, ২১ মে-র বিচারবিভাগীয় নির্দেশ পালন করেনি, অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে কলকাতা হাইকোর্ট। যতক্ষণ না ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ ফলাফল ঘোষণা করা যাবে না, কাউন্সেলিংও শুরু করা যাবে না, এমনই নির্দেশ।
WBJEEB চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ৭ অগাস্ট ফলাফল প্রকাশ্যে আসবে। প্রার্থীদের ৩১ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে পোর্টালে তাদের জাতিগত শংসাপত্রের বিশদ আপলোড করতে হবে। তারপরই চূড়ান্ত ফলপ্রকাশ করবে বোর্ড। WBJEE 2025 পরীক্ষা 27 এপ্রিল দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীদের ফলাফল এবং কাউন্সেলিং সম্পর্কিত সর্বশেষ আপডেটের জন্য wbjeeb.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।