VSSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই https://rmt.vssc.gov.in/GA2021/s.jsp আবেদনপত্র পাওয়া যাবে।
VSSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৭টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://rmt.vssc.gov.in/GA2021/display/advtGA.htm
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১৬৭
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বি.ই/ বি.টেকে ৬৫% নম্বর বা ৬.৮৪ সিজিপিএ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১০.২০২১
VSSC Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে যে, সাউদার্ন রিজন অফ বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের (Southern Region of Board of Apprenticeship Training) অধীনস্থ (কেরল, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, পুদুচেরি), সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা বি.ই, বি.টেক বা হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭৩-এর অধীনে ট্রেনিং দেওয়া হবে।
VSSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীদের বি.ই/ বি.টেকে ৬৫% নম্বর বা ৬.৮৪ সিজিপিএ রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন।
VSSC Recruitment 2021: বয়সসীমা
০৮.১০.২০২১ তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩৩ বছর, তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের জন্য ৩৫ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমায় ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে।
উল্লিখিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://rmt.vssc.gov.in/GA2021/s.jsp