এই সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে চালু রয়েছে ১৬টি বৃত্তিমূলক বিষয়। মোট ৬৩টি বিষয়ের মধ্যে আইটি, অটোমোবাইল, রিটেল, সিকিউরিটি, হেলথকেয়ার, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অর্গানাইজ়ড রিটেলিং এবং ট্যুরিজ়ম ও হসপিটালিটির মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলবে।
সাপের চেয়েও ‘বিষাক্ত’ এই ব্যক্তি! ৬৫০ বার ছোবল খেয়েও… বিষ নয়, তাঁর রক্ত থেকেই তৈরি হবে নতুন ওষুধ !
advertisement
জলে থাকে না এই ‘মাছ’! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি…একের পর এক দেশ! জানেন কোন মাছ?
উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!
জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এই কোর্সগুলির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্স, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিভোক সহ স্নাতক স্তরের উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
অর্থাৎ, শুধুমাত্র সাধারণ পাঠক্রমই নয়, দক্ষতা ও কারিগরি শিক্ষার দিকেও এবার জোর রাজ্যের উচ্চমাধ্যমিকে। শিক্ষার্থীদের কাছে এটি হতে চলেছে এক নতুন দিগন্তের সূচনা।