TRENDING:

উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!

Last Updated:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক শিক্ষা নিতে ইচ্ছুকদের জন্য সুখবর। দ্বাদশ শ্রেণির ক্লাস জুনের প্রথম সপ্তাহে ও একাদশ শ্রেণির ক্লাস জুনের তৃতীয় সপ্তাহে শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক শিক্ষা নিতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (WBSCT&VE&SD)-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে, আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে জুনের তৃতীয় সপ্তাহ থেকে।
News18
News18
advertisement

এই সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে চালু রয়েছে ১৬টি বৃত্তিমূলক বিষয়। মোট ৬৩টি বিষয়ের মধ্যে আইটি, অটোমোবাইল, রিটেল, সিকিউরিটি, হেলথকেয়ার, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অর্গানাইজ়ড রিটেলিং এবং ট্যুরিজ়ম ও হসপিটালিটির মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলবে।

সাপের চেয়েও ‘বিষাক্ত’ এই ব্যক্তি! ৬৫০ বার ছোবল খেয়েও… বিষ নয়, তাঁর রক্ত থেকেই তৈরি হবে নতুন ওষুধ !

advertisement

জলে থাকে না এই ‘মাছ’! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি…একের পর এক দেশ! জানেন কোন মাছ?

মাসির মৃত্যুর পর মেসোর সঙ্গে ঘনিষ্ঠতা, সেই টানই তুলে দিল ‘ঝড়’! আমতায় দশম শ্রেণির ছাত্রীর এ কী মর্মান্তিক পরিণতি!

advertisement

উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!

জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এই কোর্সগুলির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্স, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিভোক সহ স্নাতক স্তরের উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

advertisement

অর্থাৎ, শুধুমাত্র সাধারণ পাঠক্রমই নয়, দক্ষতা ও কারিগরি শিক্ষার দিকেও এবার জোর রাজ্যের উচ্চমাধ্যমিকে। শিক্ষার্থীদের কাছে এটি হতে চলেছে এক নতুন দিগন্তের সূচনা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল