TRENDING:

TET 2022 || Gautam Paul | 'খুব তাড়াতাড়ি ফলপ্রকাশ...' টেটের রেজাল্ট নিয়ে বড় বার্তা পর্ষদ সভাপতির

Last Updated:

সভাপতি এদিন বলেন, "পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার রাজ্যজুড়ে ছিল টেট৷ নির্ধারিত সময়মতো বেলা বারোটা থেকে শুরু হয় প্রাথমিক টেট। পরীক্ষা শুরুর পরে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান পর্ষদ সভাপতি  গৌতম পাল। পরীক্ষা শেষে সাংবাদিকদের জানান,  "৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন৷  ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবার। আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷"
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল
advertisement

ফলপ্রকাশ নিয়েও দিলেন বড় বার্তা৷ সভাপতি এদিন বলেন, "পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷"

আরও পড়ুন: টার্গেট ২০২৪! এবার লোকসভা নির্বাচনে ঝাঁপাবে অরবিন্দ কেজরিওয়ালের আপ

রবিবার নির্বিঘ্নে শেষ হল প্রাথমিকের টেট। কোথাও কোন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি বলেই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন বলেন "দফতর সম্পর্কে অন্যরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আশা করি এই পরীক্ষা একটা বার্তা দেবে।" সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। ই ডি, সিবিআই মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছে। রবিবারের এই প্রাথমিক টেটকে কেন্দ্র করেই এবার ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET 2022 || Gautam Paul | 'খুব তাড়াতাড়ি ফলপ্রকাশ...' টেটের রেজাল্ট নিয়ে বড় বার্তা পর্ষদ সভাপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল