২০১৬-১৭ সালে মিস দেহরাদূন এবং মিস উত্তরাখণ্ড খেতাব পাওয়া তাসকীন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়৷ বলিউড তারকা কঙ্গনা রানাউতের মিমিক্রি করে প্রচারের আলোয় আসেন তিনি৷ ধীরে ধীরে এগোচ্ছিলেন মিস ইন্ডিয়া হওয়ার লক্ষ্যে৷ মাঝপথে পাল্টে গেল জীবনের গতিপথ৷ মডেলিং-এর শখ শিকেয় তুলে প্রস্তুতি নিলেন ইউপিএসসি পরীক্ষার৷ সাফল্য পান চতুর্থ প্রচেষ্টায়৷
আরও পড়ুন : ধেয়ে আসবে ‘লা নিনা’! বর্ষায় প্রবল বৃষ্টি ভারতে! ভারী বর্ষণের পূর্বাভাস মে থেকেই, ভয়ঙ্কর আশঙ্কা বিজ্ঞানীদের
advertisement
ইনস্টাগ্রামে তাসকীনের এক ফলোয়ার তাঁকে পরামর্শ দেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে৷ বাবার অবসরগ্রহণের পর সেই পথেরই যাত্রী হন তাসকীন৷ প্রস্তুতিতে যাতে ছেদ না পড়ে তার জন্য বাড়ি ছেড়ে থাকতে শুরু করেন ধর্মীয় প্রতিষ্ঠানে৷
বাবার সামান্য পেনশনে ভর করেই চলতে থাকে প্রস্তুতি৷ যাত্রাপথ বিশেষ মসৃণ ছিল না৷ পরীক্ষায় বসে তিন বার ব্যর্থও হন৷ তবুও হার মানেনি তরুণী৷ অবশেষে ২০২০ সালে চতুর্থ প্রচেষ্টায় আসে সাফল্য৷
সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৩৬৷ এখন তিনি পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা৷ সামাজিক মাধ্যমেও দারুণ জনপ্রিয় তাসকীন৷