TRENDING:

Success Story: ইচ্ছেই আসল কথা! শ্রমিক বাবার মেয়ে কুসুম বোর্ড পরীক্ষায় যা করে দেখাল, অসাধারণ! লক্ষ্য IIT

Last Updated:

Success Story: বাড়িতে বাবার অনুপস্থিতি, দারিদ্র্য- সব সামলেই তিনি হাসি ফুটিয়েছেন পরিবারের মুখে। কুসুমের কীর্তি শুনলে হাঁ হয়ে যাবেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: এটা একেবারে অস্বীকার করা যাবে না যে উচ্চ শিক্ষা এখনও এই দেশে এক ব্যয়সাপেক্ষ বিষয়। তবে, ইচ্ছা থাকলে যে অসম্ভবও সম্ভব করে তোলা যায়, এর প্রমাণ অনেকেই বহুবার পেয়েছেন। নতুন করে প্রমাণ দিলেন কুসুম চৌহান। বাড়িতে বাবার অুপস্থিতি, দারিদ্র্য- সব সামলেই তিনি হাসি ফুটিয়েছেন পরিবারের মুখে।
কুসুম চৌহান
কুসুম চৌহান
advertisement

রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, বাণিজ্য এবং আর্টসের ফলাফল প্রকাশ করেছে। এবার বিজ্ঞানে ৯৮.৪৩ শতাংশ, বাণিজ্যে ৯৯.০৭ শতাংশ এবং আর্টসে ৯৭.৭৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষার ফলাফলে সিকর জেলার নিমকাথানা শহরের কুসুম চৌহান বিজ্ঞান বিভাগে ৯৬ শতাংশ নম্বর পেয়েছেন।

আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা

advertisement

কুসুম চৌহান রসায়নে ১০০, পদার্থবিদ্যায় ৯৯, গণিতে ৯৭, হিন্দিতে ৮৬ এবং ইংরেজিতে ৯৬ নম্বর পেয়েছেন এবং ৫০০ নম্বরের মধ্যে ৪৭৮ নম্বর পেয়েছেন। কুসুমের বাবা শ্যাম সুন্দর চৌহান বিদেশে শ্রমিক হিসেবে কাজ করেন এবং পরিবারের চাহিদা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়েছেন। তাঁর মা পিঙ্কি দেবী একজন গৃহবধূ। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়ে কুসুম সাহসের সঙ্গে এই সাফল্য অর্জন করেছেন। তিনি নিমকাথানার বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করেছেন।

advertisement

জেইই মেইনস পাস করেছেন, এখন অ্যাডভান্সডের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কুসুম জানান যে, দ্বাদশ শ্রেণীর পড়াশোনার পাশাপাশি তিনি জেইই মেইনস পেপারও পাস করেছে এবং জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিয়েছেন। আইআইটিতে ভর্তির জন্য এখন তিনি কঠোর পরিশ্রম করছেন।

আরও পড়ুন: চিত্রাঙ্গদার ঘাড়ে উঠে পড়লেন জ্যাকি শ্রফ! এ কী অস্বস্তিকর দৃশ্য, কী করছেন? ছিঃ ছিঃ নেটপাড়ায়, দেখুন

advertisement

প্রতিদিন ৯ ঘন্টা পড়াশোনা এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা –

কুসুম জানান যে, স্কুলের বাইরে তিনি প্রতিদিন ৯ ঘন্টা পড়াশোনা করতেন। সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতেন। তিনি জানান যে, যখন ঘরের কাজ শুরু করতেন, তখন তাঁর মা পিঙ্কি দেবী তাঁকে পড়াশোনা করতে বলতেন। তাঁর মা ঘরের সমস্ত কাজ করতেন, যাতে কুসুম কোনও বাধা ছাড়াই পড়াশোনা করতে পারেন। কুসুম বিশ্বাস করেন, যে কোনও লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত কঠোর পরিশ্রম করা প্রয়োজন।

advertisement

কুসুমের স্বপ্ন হল ইঞ্জিনিয়ার হওয়া। কুসুম চৌহান জানান যে, তাঁর স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। তিনি দেশের শীর্ষ আইআইটি কলেজে পড়তে চান। তিনি বলেছেন যে, নিজের লক্ষ্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করবে। কুসুম তাঁর সাফল্যের কৃতিত্ব বাবা-মা এবং নিজের স্কুলকে দিয়েছেন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ইচ্ছেই আসল কথা! শ্রমিক বাবার মেয়ে কুসুম বোর্ড পরীক্ষায় যা করে দেখাল, অসাধারণ! লক্ষ্য IIT
Open in App
হোম
খবর
ফটো
লোকাল