TRENDING:

Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের

Last Updated:

Success Story:৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা : যে দু’টি হাত শিঙাড়া ভেজে বিক্রি করে, সেই হাতেই পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়৷ এই আপাত অসম্ভবকে সম্ভব করেছেন নয়ডার যুবক সানিকুমার৷ জীবনের সব প্রতিবন্ধকতা জয় করে NEET (UG) 2024 পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷ ৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷
advertisement

সানি সকালে স্কুলে যেতেন৷ বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত তার ঠিকানা ছিল নয়ডার ১২ নম্বর সেক্টরে তার রাস্তার খাবারের দোকান৷ সেখানে ঠেলাগাড়িতে শিঙাড়া, পাউরুটির পকোড়া বিক্রি করেন তিনি৷ এই ছোট বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে তাঁকে৷

আরও পড়ুন : দিনের এই সময়ে দুধে চিনির বদলে এটা মিশিয়ে খান! গ্যাস, অম্বল, বদহজম ও গাঁটের ব্যথার কোনও চিহ্নই থাকবে না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

জীবনে কিছু করার জন্য মায়ের পূর্ণ সমর্থন পেয়েছেন সানি৷ সোশ্যাল মিডিয়ায় ফিজিক্সওয়ালাহ-র কোচিং নিয়েছেন সানি৷ এখন তাঁর স্বপ্ন, সরকারি কলেজে ডাক্তারি পড়া৷ সানির নিদর্শন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা৷ নেটিজেনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং কুর্নিশস্রোতে ভাসছেন সানি৷ তবে অভিনন্দন স্রোতে ভেসে গিয়ে লক্ষ্যচ্যুত হতে চান না এই তরুণ৷ পা মাটিতে রেখে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে ব্রতী তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল