আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন সমস্ত ধরনের ছুটি কার্যত বাতিল থাকবে। তবে বিজ্ঞপ্তিতে একটি ব্যতিক্রমের কথাও উল্লেখ করা হয়েছে। কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা ও বাবা যদি দু’জনেই কোনও স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হন, সে ক্ষেত্রে তাঁদের মধ্যে যেকোনও একজন ছুটি নিতে পারবেন।
advertisement
প্রচুর সোনা! ভারত থেকে মাত্র ৯ ঘণ্টা দূরের এই দেশ! এবার লক্ষ্য বিশ্বসেরা শীর্ষ দশের তালিকা
এ ছাড়াও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে, সেই স্কুলে যদি তার কোনও অভিভাবক শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কর্মরত থাকেন, তাহলে তাঁরা ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না।
শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষের কাছাকাছি। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।
