TRENDING:

Recruitment 2021: সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার অধীনে নিয়োগ, আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার (Software Technology Parks of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2021)
Recruitment 2021
Recruitment 2021
advertisement

STPI Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন

advertisement

STPI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা! কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

STPI Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-৫, (সায়েন্টিস্ট ‘এফ’): ১টি পদ

মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-৩, (সায়েন্টিস্ট ‘ডি’): ১টি পদ

advertisement

মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-২, (সায়েন্টিস্ট ‘সি’): ১টি পদ

মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-১, (সায়েন্টিস্ট ‘বি’): ১১টি পদ

সরাসরি আবেদনের লিঙ্ক- https://stpi.in/sites/default/files/career-documents/notice_1.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (Software Technology Parks of India)
পদের নাম: মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-৩, (সায়েন্টিস্ট ‘ডি’), মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-২, (সায়েন্টিস্ট ‘সি’), মেম্বার টেকনিক্যাল স্টাফ-ই-১, (সায়েন্টিস্ট ‘বি’) ইত্যাদি
শূন্যপদের সংখ্যা: ১৪
কাজের স্থান: নয়াদিল্লি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:  লিখিত পরীক্ষা এবং অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম:  কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ১৬.০১.২০২২

STPI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

সায়েন্টিস্ট ‘বি’ পদ ব্যতীত অন্যান্য পদে নির্বাচন হবে সাক্ষাৎকারের মাধ্যমে। সায়েন্টিস্ট ‘বি পদে নির্বাচন লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আবেদন প্রাপ্তির শেষ তারিখের মধ্যে গৃহীত আবেদনপত্র স্ক্রিনিং করা হবে এবং স্ক্রিনিং-ইন প্রার্থীকে ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচন কমিটি দ্বারা সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।

advertisement

STPI Recruitment 2021: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ এনভেলাপে পুরে নির্দিষ্ট পদের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা- ‘Software Technology Parks of India, Plate-B, 1st Floor, Office Block-1, East Kidwai Nagar, New Delhi-110023’।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার অধীনে নিয়োগ, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল