র্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নির্দেশাবলি কেন মানা হয়নি? যাঁরা ওই নির্দেশ অমান্য করেছেন, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি? প্রশ্ন তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের নোটিস পাঠিয়েছে শিশু সুরক্ষা কমিশন।
এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে ‘র্যাগিং’-র দিকেই ইঙ্গিত, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। গত সপ্তাহের বুধবার রাতে প্রথম বর্ষের ওই পড়ুয়া অস্বাভাবিক অবস্থায় পড়েছিল, তাঁর পোশাকও ছিল না। দু-তিন দিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আসেন তিনি, তারপর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলেন। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ‘ওই রাতে মৃত পড়ুয়া…’, যাদবপুরের প্রাথমিক রিপোর্টে ‘র্যাগিং’-র ইঙ্গিত, তদন্তে বিস্ফোরক মোড়
কমিটির রিপোর্টে প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া মানসিকভাবে বিধ্বস্ত ছিল বলেই উল্লেখ করা হয়েছে। তবে তাঁর এই পরিণতিতে কারা যুক্ত ছিল, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তার জন্য এখনও জিজ্ঞাসাবাদ চলছে।