TRENDING:

JU Student Death: 'চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন কর্তৃপক্ষ', যাদবপুরের রিপোর্ট নিয়ে বিস্ফোরক রাজ্য শিশু সুরক্ষা কমিশন

Last Updated:

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় তলব করা রিপোর্টে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় তলব করা রিপোর্টে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে অসন্তোষ প্রকাশ করা হয় কমিশনের পক্ষ থেকে। শিশু কমিশনের তরফে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শো-কজ করা হয়েছিল। তার জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু যে জবাব দিয়েছেন, তা ‘দায়সারা’। কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন ঘটেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেল
যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেল
advertisement

র‌্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নির্দেশাবলি কেন মানা হয়নি? যাঁরা ওই নির্দেশ অমান্য করেছেন, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি? প্রশ্ন তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের নোটিস পাঠিয়েছে শিশু সুরক্ষা কমিশন।

এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে ‘র‍্যাগিং’-র দিকেই ইঙ্গিত, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। গত সপ্তাহের বুধবার রাতে প্রথম বর্ষের ওই পড়ুয়া অস্বাভাবিক অবস্থায় পড়েছিল, তাঁর পোশাকও ছিল না। দু-তিন দিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আসেন তিনি, তারপর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলেন। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ‘ওই রাতে মৃত পড়ুয়া…’, যাদবপুরের প্রাথমিক রিপোর্টে ‘র‍্যাগিং’-র ইঙ্গিত, তদন্তে বিস্ফোরক মোড়

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কমিটির রিপোর্টে প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া মানসিকভাবে বিধ্বস্ত ছিল বলেই উল্লেখ করা হয়েছে। তবে তাঁর এই পরিণতিতে কারা যুক্ত ছিল, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তার জন্য এখনও জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JU Student Death: 'চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন কর্তৃপক্ষ', যাদবপুরের রিপোর্ট নিয়ে বিস্ফোরক রাজ্য শিশু সুরক্ষা কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল