পরীক্ষার্থীরা জানাচ্ছেন প্রশ্ন তুলনামূলকভাবে সোজাই এসেছে। প্রশ্নপত্র নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনও ক্ষোভ প্রকাশ করেননি। অনেক পরীক্ষার্থী বলছেন উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হলে এবং সবকিছু ঠিকভাবে যদি মানা হয় তবে সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই।
advertisement
এসএসসি পরীক্ষা ঘিরে রবিবার সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি পরীক্ষাকেন্দ্র ও এসএসসি ভবনে। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু হয় সকাল ৮ টা থেকেই।
এসএসসি- সূত্রে খবর, কন্ট্রোল রুমে অ্যাডমিট সংক্রান্ত সই ও ছবি সম্পর্কিত সমস্যা নিয়ে বেশ কিছু ফোন এসেছে ইতিমধ্যেই। তাদের বুঝিয়ে দেওয়া হয় কী করতে হবে৷ এছাড়াও মুর্শিদাবাদের একটি স্কুলে ব্যাগ রাখার জায়গা ছিল না সেখামে এসএসসি সদর দফতর থেকে ব্যাগ রাখার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এই ব্যাগ রাখার ব্যবস্থা থাকার কথা গতকাল শনিবারই এসএসসি থেকে বলা হয়েছিল।