নবম দশম-এর জন্য মোট শূন্য পদ রয়েছে ২৩২১২টি। একাদশ দ্বাদশ-এর জন্য শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪ টি। কলকাতার ৪১ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে। এই রবিবার নবম দশম শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দেবেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। ১৪ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ নিয়োগের জন্য পরীক্ষা দেবেন দু লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।
advertisement
পরীক্ষার নিয়মেও রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে তা জানিয়েছে এসএসসি।
এবারের লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এম আর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন। ওএমআর-এ উত্তর বাদে অন্য মন্তব্য বা ছবি আঁকলে বাতিল হতে পারে পরীক্ষা।
যদি কারও এডমিট কার্ড নিয়ে সমস্যা হয় তাহলে তার সঙ্গে আধার কার্ড রাখতে হবে।
পরীক্ষার্থীরা কোনওভাবেই স্মার্টওয়াচ, ক্যালকুলেটর,কোন ইলেকট্রনিক গেজেট সঙ্গে রাখতে পারবে না। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ঘরে ঘরে ওয়াল ক্লক থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নজরদারিতে হবে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে তা নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন দিয়েছে নবান্ন।