পরীক্ষার ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে। কাউন্সিলিং পর্ব নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি। এপ্রিল মাসের মধ্যেই নিয়োগবিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠাতে চায় এসএসসি বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর।
আরও পড়ুন: IIT দিল্লি জিনিয়াসদের প্রথম পছন্দ, কোন স্ট্রিমে ভর্তিতে কত RANK মাস্ট? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
advertisement
নিয়োগবিধি প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছে এসএসসি। ইতিমধ্যেই বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হয়েছে এসএসসি চেয়ারম্যানের বলে সূত্রের খবর।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল৷ চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী৷ এর মধ্যে ছিলেন চিহ্নিত ‘অযোগ্যে’রাও৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যা জানাল, তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন চাকরিহারাদের একাংশ৷
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় ‘নাড়ু’, পাত্রী রিঙ্কু কে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, আগামী ৩১ মে নিয়োগের বিজ্ঞেপ্তি জারি করতে হবে কমিশনকে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়