TRENDING:

২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?

Last Updated:

SSC Recruitement Case: ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

advertisement
কলকাতা: এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিন। ২০১৬ সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের অযোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের ‘দাগি’ যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
২০১৬ শিক্ষক নিয়োগ মামলা
২০১৬ শিক্ষক নিয়োগ মামলা
advertisement

২০১৬ -এর শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে তালিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের শুধু শুধু নাম ও রোল নম্বর ছিল। কিন্তু বৃহস্পতিবার এই সংক্রান্ত যে তালিকা কমিশনের তরফে প্রকাশ করা হল তাতে আদালতের নির্দেশে মান্যতা দিয়েই রোল নম্বর, নাম, বিষয়, বাবার নাম এবং জন্ম তারিখ-সহ আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।

advertisement

আরও পড়ুন: ২০২৫ নিয়োগ প্রক্রিয়ার সমস্ত পরীক্ষার্থীর OMR প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট! ১০ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে হবে লিস্ট

আজ, বৃহস্পতিবার দাগীদের পূর্ণাঙ্গ তালিকা বের করার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দমদম সমাধান ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, “দাগিদের লিস্ট বের করতে বলেছে কোর্ট। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা পালন করছে। স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর। যোগ্যদের কেউ যাতে বাদ না যায় সেবিষয়ে নজর রয়েছে আমাদের সবসময়।”

advertisement

আরও পড়ুন: লেপ বানাতে কেন ব্যবহার করা হয় ‘লাল কাপড়’…! পিছনে রয়েছে চমকে দেওয়া অজানা কারণ!

এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “কে কী বলল তার সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই। আর সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই।”

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় আচমকা হলটা কী! সাগরপাড়ে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল মানুষের ঢল
আরও দেখুন

একইসঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্রাত্য জানান, “এসএসসি কী ভাবে কবে নিয়োগ প্রক্রিয়া করবে সেটা তাদের উপর ছাড়ুন। ভারতবর্ষের কোথাও এভাবে পরীক্ষা হয়েছে বলে জানা নেই যেভাবে এসএসসি এবার পরীক্ষা নিয়েছে। কার্বন কপি দেওয়া, পরীক্ষার সময় নম্বর সবটা সামনে তুলে দেওয়া, সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এসএসসি। এভাবে ভারতবর্ষের কোথাও পরীক্ষা হয়েছে বলে মনে হয় না।”

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল