কলকাতা: স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিস্তারিত বিজ্ঞাপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে আবেদন করা যাবে। ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। গ্রুপ সি পদের জন্য শূন্যপদ রয়েছে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। এ নিয়েই বিস্তারিত বিজ্ঞপ্তি দিল এসএসসি।
advertisement
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এ নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ! এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবকযুবতীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো!”
সুপ্রিম কোর্টের নির্দেশে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। এটি কোনও সাধারণ চাকরির বিজ্ঞপ্তি নয়। এটি রাজ্যের হাজার হাজার তরুণ-তরুণীর কাছে এক স্থিতিশীল সরকারি চাকরির প্রবেশদ্বার। তাই এই সুযোগকে কেবল একটি পরীক্ষা হিসেবে না দেখে, নিজের ভবিষ্যৎ গড়ার এক সোপান হিসেবে দেখা উচিত।
কারা যোগ্য: ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ-সি বা করণিক পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। অন্যদিকে, গ্রুপ-ডি পদের (যেমন পিওন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, নৈশপ্রহরী) জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতনক্রম: বেতনক্রম হবে রাজ্য সরকারের রোপা, ২০১৯ নিয়ম অনুযায়ী। গ্রুপ-সি কর্মীদের জন্য বেতনক্রম হবে পে-লেভেল ৬ অনুযায়ী (বেসিক পে ২২,৭০০ টাকা থেকে) এবং গ্রুপ-ডি কর্মীদের জন্য পে-লেভেল ১ অনুযায়ী (বেসিক পে ১৭,০০০ টাকা থেকে)। এর সঙ্গে থাকবে বাড়ি ভাড়া ও চিকিৎসার মতো অন্যান্য সুযোগ-সুবিধাও।