উল্লেখ্য, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই আজ তালিকা প্রকাশের পথে কমিশন।
আরও পড়ুনঃ ভাত আঠালো হচ্ছে? শেফদের ‘সিক্রেট ফ্রিজার ট্রিক’-এ মিলবে ঝরেঝরে, হোটেলের মতো পারফেক্ট ভাত
এই মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। দীর্ঘ আইনি জট ও অনিশ্চয়তার পর আজই স্পষ্ট হবে, চাকরিহারা যোগ্যদের মধ্য থেকে ঠিক কতজন একাদশ ও দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন।
advertisement
শিক্ষামহলের মতে, এই তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে। তবে মেধা তালিকা প্রকাশের পর নিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
এখন সকলের চোখ SSC-র আনুষ্ঠানিক ঘোষণার দিকে। মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে বলে জানা গিয়েছে।
