SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাসের মধ্যে আবেদন করতে হবে। প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীকে জেনারেল সেন্ট্রাল গ্রুপ-সি, নন-গেজেটেড ও নন-মিনিস্ট্রিয়াল ক্যাডার পদে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও অন্তত ৩ বছরের সরকারি বা আধা-সরকারি বিভাগে স্টোরকিপার বা অ্যাকাউন্টসের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বুককিপিং বা স্টোরকিপিংয়ে ১ বছরের বি.কম ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়।
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের হওয়াই বাঞ্ছনীয়।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাম স্টোরকিপার
শূন্যপদের সংখ্যা: ০১
কাজের স্থান: নয়াদিল্লি
কাজের ধরন: ডেপুটেশন ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আরও পড়ুন- দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার নিজের শহরে বসেই দেওয়া যাবে! অনুমোদন CBSE-র
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ ও কাজের অভিজ্ঞতা
বেতনক্রম: ৫২০০-২০২০০
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ দিন: বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাসের মধ্যে
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবের এই লেখাটিতে ক্লিক করতে হবে “Recruitment to the post of ‘Assistant Manager-cum-Storekeeper’ ক্লিক করতে হবে। এর পর আবেনপত্রের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি জমা করতে হবে এই ঠিকানায়, “Smt Swati, Under Secretary, Estt-II, Staff Selection Commission, Block No.12, CGO Complex, Lodhi Road, New Delhi- 110003.”।
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: বেতনক্রম
প্রার্থীদের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ৫২০০ থেকে ২০২০০ টাকা ধার্য করা হয়েছে।