TRENDING:

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: এসএসসির তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জেনে নিন

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাসের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানের হেড কোয়ার্টার দিল্লিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাম স্টোরকিপারের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাসের মধ্যে আবেদন করতে হবে। প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীকে জেনারেল সেন্ট্রাল গ্রুপ-সি, নন-গেজেটেড ও নন-মিনিস্ট্রিয়াল ক্যাডার পদে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

advertisement

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও অন্তত ৩ বছরের সরকারি বা আধা-সরকারি বিভাগে স্টোরকিপার বা অ্যাকাউন্টসের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বুককিপিং বা স্টোরকিপিংয়ে ১ বছরের বি.কম ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়।

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: বয়সসীমা

advertisement

প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের হওয়াই বাঞ্ছনীয়।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন (SSC)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাম স্টোরকিপার

শূন্যপদের সংখ্যা: ০১

কাজের স্থান: নয়াদিল্লি

কাজের ধরন: ডেপুটেশন ভিত্তিক

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আরও পড়ুন- দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার নিজের শহরে বসেই দেওয়া যাবে! অনুমোদন CBSE-র

advertisement

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ ও কাজের অভিজ্ঞতা

বেতনক্রম: ৫২০০-২০২০০

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদনের শেষ দিন: বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাসের মধ্যে

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবের এই লেখাটিতে ক্লিক করতে হবে “Recruitment to the post of ‘Assistant Manager-cum-Storekeeper’ ক্লিক করতে হবে। এর পর আবেনপত্রের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি জমা করতে হবে এই ঠিকানায়, “Smt Swati, Under Secretary, Estt-II, Staff Selection Commission, Block No.12, CGO Complex, Lodhi Road, New Delhi- 110003.”।

advertisement

SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: বেতনক্রম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রার্থীদের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ৫২০০ থেকে ২০২০০ টাকা ধার্য করা হয়েছে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC Assistant Manager-Cum-Storekeeper Recruitment 2021: এসএসসির তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল