TRENDING:

রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যান? কাজে যোগ দিচ্ছেন না দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Last Updated:

ইতিমধ্যেই উপাচার্য পদে যোগ দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ফের বিতর্কের শুরু। বৃহস্পতিবারই রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। আর এরই মধ্যে কার্যত ছন্দপতন। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ পত্র দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সূত্রের খবর তিনি ইতিমধ্যেই রাজভবনে ইমেইল করে জানিয়েছেন তিনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন না।
রাজ্যপালের প্রস্তাব ফেরালোন উপাচার্য
রাজ্যপালের প্রস্তাব ফেরালোন উপাচার্য
advertisement

ইমেইল করে জানানোর সত্যতা স্বীকার না করলেও তিনি অবশ্য জানিয়েছেন “আপাতত কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি যোগ দিচ্ছি না। আমার নিজের বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই। তাই আমাকে রিলিজ করবে কে?”

এর পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি রাজ্যপালের দেওয়া নিয়োগপত্র প্রত্যাখ্যান করলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? যদিও এই প্রশ্নের উত্তর মেলেনি সৌরিন বন্দ্যোপাধ্যায় এর থেকে। গতকাল নিয়োগপত্র দেওয়ার পরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে নিয়োগপত্র প্রত্যাখ্যান করার আর্জি রাখেন।

advertisement

ইতিমধ্যেই উপাচার্য পদে যোগ দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বৃহস্পতিবারই রাজ্যপাল কল্যাণী, বর্ধমান, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিধু কানহ বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, যাদবপুর, বাঁকুড়া,বিএড বিশ্ববিদ্যালয় ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেছেন। শিক্ষামন্ত্রী অবশ্য ট্যুইট করে এই নিয়োগকে বেআইনি বলে দাবি করেছেন। শুধু তাই নয়, নিয়োগ হওয়া উপাচার্যদের ওই নিয়োগপত্র প্রত্যাখ্যানের আবেদন রেখেছেন শিক্ষা মন্ত্রী বৃহস্পতিবার ই টুইট করে। তার পরপরই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আপাতত যোগ না দেওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যান? কাজে যোগ দিচ্ছেন না দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল