মোদি আরও বলেছেন, 'আমরা ভাল শিক্ষক পেলে, ভাল বৈজ্ঞানিক পেলে, ভাল ডাক্তার পেলে, মনে রাখতে হবে তাঁদের পিছনে ভাল শিক্ষক ছিলেন।' সারা দেশজুড়ে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন হয়, কিন্তু ভারতে রাধাকৃষ্ণণের জন্মদিনেই শিক্ষক দিবস পালন হয়।
আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়
advertisement
এদিন দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছে শিক্ষাস্তরের জাতীয় সম্মান। দেশের বিভিন্ন প্রদেশের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন, তাঁরাই আজ পুরস্কার গ্রহন করবেন। এর মধ্যে বাঁকুড়ার জয়পুরের বুদ্ধদেব দত্তর নাম উল্লেখযোগ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ নিজের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষকদের। আজকের এই বিশেষ দিনেই সম্মাননা পাবেন নির্বাচিত এই শিক্ষকরা। সর্বমোট ৪৫ জন শিক্ষক এবার নির্বাচিত হয়েছেন। প্রাথমিক এবং সেকেন্ডারি বিভাগে অসামান্য কাজের জন্য তাঁদেরকে কুর্নিশ।
আরও পড়ুন: বাড়ির পাশের রাস্তা খারাপ? পুজোর আগেই একটা কল পুরসভায়, পৌঁছে যাবে মোবাইল ভ্যান
দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। গুরু-শিষ্য পরম্পরার এই প্রথা চলে আসছে সেই সুদূর অতীত থেকে। আজও সেই বন্ধন অটুট। রাষ্ট্রপতির সাক্ষাতের পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষকরা। দেশের বিভিন্ন স্তরে শিক্ষার জাগরণ ঘটিয়েছেন তাঁরা। কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষাকে অন্যস্তরে পৌঁছে দিয়েছেন। প্রতিশ্রুতির মাধ্যমে শুধুমাত্র স্কুল শিক্ষার মান উন্নত করেনি বরং জীবনকেও সমৃদ্ধ করেছে।