আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মেগা রিক্রুটমেন্ট! ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।প্রার্থীদের এক বছরের মেয়াদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
| শূন্যপদ | সংখ্যা |
| জুনিয়র কনসালটেন্ট | ১৪ |
| অ্যাসোসিয়েট কনসালটেন্ট | ২২ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা | আহমেদাবাদ, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited) |
| পদের নাম | কনসালটেন্ট |
| শূন্যপদের সংখ্যা | ৩৬ |
| কাজের স্থান | আহমেদাবাদ |
| কাজের ধরন | চুক্তি ভিত্তিক |
| নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
| আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
| বেতনক্রম | অ্যাসোসিয়েট কনসালটেন্ট (E4 এবং E5 স্তর): মাসিক ৬৬,০০০ টাকা, জুনিয়র কনসালটেন্ট (E3 লেভেল পর্যন্ত): ৪০,০০০ টাকা |
| আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
| আবেদনের শেষ দিন | ৩০.০৩.২০২২ |
বেতন:
অ্যাসোসিয়েট কনসালটেন্ট (E4 এবং E5 স্তর): মাসিক ৬৬,০০০ টাকা
জুনিয়র কনসালটেন্ট (E3 লেভেল পর্যন্ত): ৪০,০০০ টাকা
প্রার্থীরা এই নিয়োগ সম্পর্কে আরও বিশদে এখানে উপলব্ধ...
আবেদনপত্র পাঠানোর মেইল আইডি- BHARGAVA_VIKAS@ONGC.CO.IN
আরও পড়ুন: মেগা রিক্রুটমেন্ট! স্টাফ সিলেকশন কমিশনে ৩৬০৩ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন...
আবেদনের যোগ্যতা:
জুনিয়র কনসালটেন্ট/অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সারফেস টিম) প্রোডাকশন: সারফেস ইনস্টলেশনের জ্ঞান সহ প্রোডাকশন ডিসিপ্লিনের E3 থেকে E5 স্তরে অবসরপ্রাপ্ত ONGC একজিকিউটিভরা আবেদনের যোগ্য।
জুনিয়র কনসালটেন্ট/অ্যাসোসিয়েট কনসালটেন্ট (সারফেস টিম) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল সিস্টেমে জ্ঞান সহ ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের E3 থেকে E5 স্তরে অবসরপ্রাপ্ত ONGC একজিকিউটিভরা আবেদনের যোগ্য।
জুনিয়র কনসালটেন্ট/অ্যাসোসিয়েট কনসালটেন্ট (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস): অবসরপ্রাপ্ত ONGC একজিকিউটিভ, E3 লেভেল পর্যন্ত ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের সঙ্গে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে জ্ঞান রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
