আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। শুধুমাত্র ভারতীয়রাই আবেদনের যোগ্য। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কীভাবে আবেদন করবেন জেনে নিন...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
একজিকিউটিভ (হাইড্রো) | ৫ |
একজিকিউটিভ (হাইড্রো) | ১০ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এনটিপিসি লিমিটেড (NTPC Limited) |
পদের নাম | একজিকিউটিভ (হাইড্রো)- মেকানিক্যাল, একজিকিউটিভ (হাইড্রো)- সিভিল |
শূন্যপদের সংখ্যা | ১৫ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | স্থায়ী পদ |
নির্বাচন পদ্ধতি | মূলত ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | মেকানিক্যাল ইনিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩০.১১.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীরা মেকানিক্যাল ইনিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়াও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: পাওয়ার কর্পোরেশন লিমিটেডে মেগা রিক্রুটমেন্ট! দেরি না করে আজই আবেদন করুন...
বয়সসীমা:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হতে হবে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ অনলাইন লিখিত পরীক্ষারও আয়োজন করতে পারেন।
আবেদন ফি:
জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।