Northern Coalfields Limited Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যরাত ১২টার আগে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে ২৫ ডিসেম্বর ২০২১ থেকে।
advertisement
আরও পড়ুন: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
Northern Coalfields Limited Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩০৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Northern Coalfields Limited Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://www.nclcil.in/Content/nclcil.in/Document/186notification_services%20of%20superannuated%20hemm%20optr%20of%20NCL.pdf জানতে পারেন।
আরও পড়ুন: একাধিক পোস্টে রেলে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! কীভাবে আবেদন করবেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | নর্দান কোলফিল্ডস লিমিটেড (Northern Coalfields Limited) |
পদের নাম: | ড্র্যাগলাইন অপারেটর, ডোজার অপারেটর, গ্রেড অপারেটর, সারফেস মাইনার অপারেটর, ডাম্পার অপারেটর, শোভেল অপারেটর, পে লোডার অপারেটর, ক্রেন অপারেটর |
শূন্যপদের সংখ্যা: | ৩০৭ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ বিজ্ঞপ্তি দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ৩১.০১.২০২২
Northern Coalfields Limited Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
এই বিজ্ঞপ্তির অধীনে উল্লিখিত ন্যূনতম যোগ্যতার মাপকাঠি পূরণকারী যোগ্য আবেদনকারীদের মূল্যায়ন করা হবে শারীরিক উপস্থিতি, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট (ACR) এবং অর্জিত ইনসেনটিভ ইত্যাদির ওপর ভিত্তি করে।
Northern Coalfields Limited Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ড্র্যাগলাইন অপারেটর: ১৯টি পদ
ডোজার অপারেটর: ১৬টি পদ
গ্রেড অপারেটর: ৭টি পদ
সারফেস মাইনার অপারেটর: ২৭টি পদ
ডাম্পার অপারেটর: ১৮৪টি পদ
শোভেল অপারেটর: ১৯টি পদ
পে লোডার অপারেটর: ৯টি পদ
ক্রেন অপারেটর: 26টি পদ