এ বার স্কুলে স্কুলে এই শিক্ষকের ঘাটতি মেটাতে ‘ক্লাস্টার মডেল’ তৈরির করতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই ‘ম্যাপিং’ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার এবং একাদশের দ্বিতীয় সেমেস্টার। তার আগেই ‘ক্লাস্টার মডেল’ চালু হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
আরও পড়ুনঃ ল্যাপটপে ১৫ বছরের বোনের হোয়াটসঅ্যাপ খোলা ছিল, একটা চ্যাট পড়ল দাদা…! দেখেই পায়ের তলার মাটি সরে গেল
হিসাব বলছে, রাজ্য জুড়ে শিক্ষা সংসদের অধীনে মোট ৭০০২টি স্কুল রয়েছে। কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে ৪৯টি বিষয় পড়ানো হয় ওই স্কুলগুলিতে। বর্তমান পরিস্থিতিতে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব তৈরি হয়েছে বিভিন্ন স্কুলে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আমরা চাই ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়। তাই শিক্ষক ঘাটতি মেটাতে পড়ুয়াদের সুবিধার্থে ‘ক্লাস্টার মডেল’-র ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
কী এই ‘ক্লাস্টার মডেল’?
জানা গিয়েছে, শিক্ষা সংসদের তরফে এলাকা ভিত্তিক একটি হাব বা কেন্দ্র স্কুল করা হবে। ওই স্কুলের আশেপাশের কিছু স্কুলকে জুড়ে রাখা হবে তার সঙ্গে। নিয়ম অনুযায়ী, ১০ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক প্রয়োজন। কিন্তু সর্বত্র এই অনুপাত দেখা যায় না। তাই স্থির করা হয়েছে, ওই হাব স্কুল এবং আশে পাশের স্কুলগুলির শিক্ষকরা ঘুরিয়ে ফিরিয়ে সব ক’টি স্কুলে ক্লাস নেবেন।
পাশাপাশি যদি দেখা যায়, কোনও স্কুলে রসায়নের জন্য ১০ জন পড়ুয়া রয়েছে এবং এক জন শিক্ষক রয়েছেন কিন্তু পাশের স্কুলে ২৫ জন পড়ুয়ার জন্য ওই বিষয়ের একজন শিক্ষকও নেই, তা হলে ওই একজন শিক্ষক তাঁর স্কুলের ১০ জন ছাত্রের সঙ্গে অন্য স্কুলের ২৫ জনকেও রসায়নের পাঠ দেবেন। এই প্রক্রিয়াকেই ‘ক্লাস্টার মডেল’ বলছে শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ‘এডুকেশন সাব ডিভিশন’ অনুযায়ী জেলা ভাগ করা হবে প্রথমে। সর্বাধিক ৩০টি স্কুল নিয়ে একটি এডুকেশন সাব ডিভিশন গঠিত হবে। প্রাথমিক ভাবে, কলকাতা, ব্যরাকপুর, দমদম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় ম্যাপিং করেছে শিক্ষা সংসদ। ওই জেলা গুলির মধ্যে একটি করে হাব স্কুল তৈরি করা হবে। তাকেই মূল কেন্দ্র করা হবে (জিয়োগ্রাফিক্যাল সেন্টার)। সংশ্লিষ্ট স্কুলের সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিকেও রাখা হবে ওই হাব স্কুলের অধীনে। সর্বাধিক ৭টি করে স্কুল থাকতে পারে সাড়ে তিন থেকে চার কিলোমিটার এলাকার মধ্যে।
বর্তমানে শিক্ষা সংসদের চারটি জেলা ভিত্তিক কার্যালয় (রিজিয়োন্যাল অফিস) রয়েছে বর্ধমান, মেদিনীপুর, কলকাতা এবং উত্তরবঙ্গ। প্রতি কার্যালয়ে দু’জন ডেপুটি সেক্রেটারি রাখা হবে। তাঁদের তত্ত্বাবধানেই থাকবে ৩০টি স্কুল। আমি ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত শিক্ষা সংসদের তরফে বৈঠক করা হবে। বৈঠকে থাকবেন রিজিয়োন্যাল ডেপুটি সেক্রেটারি এবং এই ক্লাস্টার মডেল কার্যকরের দায়িত্বে থাকা আধিকারিকরা। ক্লাস্টার মডেল কী ভাবে কাজ করবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বৈঠকে।
চলতি বছর একাদশে ভর্তির সময় দেখা গিয়েছে বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা বিষয়ে অনেক কম পড়ুয়া ভর্তি হয়েছে। কিন্তু ভাষা ভিত্তিক যে বিষয়গুলি রয়েছে সে ক্ষেত্রে আবার শিক্ষকের সংখ্যা খুবই কম। বিষয় ভিত্তিক শিক্ষকের সংকট, স্কুলে স্কুলে এবার নয়া পরিকল্পনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়