TRENDING:

NEET UG 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

Last Updated:

NEET UG 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বাংলার পড়ুয়াদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা পেয়েছেন বাংলার ৩ পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বাংলার পড়ুয়াদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা পেয়েছেন বাংলার ৩ পড়ুয়া। ডাক্তারিতে ভর্তি হতে এবার পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৩ লক্ষের বেশি পড়ুয়া। সেখানে প্রথম স্থান অধিকার করে রাজ্যকে গৌরবোজ্জ্বল করেছেন ৩ জন। তাঁদের নাম রূপায়ণ মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম আগরওয়াল। তিনজনেরই নম্বর ৭০০-র উপরে।
নিট পরীক্ষায় বাংলার বাজিমাত
নিট পরীক্ষায় বাংলার বাজিমাত
advertisement

মুর্শিদাবাদের সন্তান রূপায়ণ মণ্ডল নিট পরীক্ষায় পেয়েছেন ৭২০ নম্বর। এবারের NEET UG পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছেন ৬৭ জন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউটের পড়ুয়া রূপায়ণ। নিট পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার মেয়ে সুমাইয়া সিদ্দিকাও ভাল ফল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৭০।

আরও পড়ুন: রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

advertisement

বাংলার কারা কারা এক নম্বর স্থান অধিকার করেছেন?

১) রূপায়ন মণ্ডল: তালিকায় তাঁর নাম ছয় নম্বরে আছে, র‍্যাঙ্ক ১।

২) অর্ঘ্য়দীপ দত্ত: তালিকায় ১৮ নম্বরে তাঁর নাম আছে, র‍্যাঙ্ক ১।

৩) সক্ষম আগরওয়াল: তালিকায় ২৪ নম্বরে আছে সক্ষমের নাম, র‍্যাঙ্ক ১।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় ভাল ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৭২০ নম্বরের মধ্যে ৭০০ বা তার বেশি পেলেন নরেন্দ্রপুরের তিনজন পড়ুয়া। সার্বিকভাবে ৬০০ নম্বরের ঊর্ধ্বে ২০ জন পেয়েছেন। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতোই সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষায় নিজেদের ছাপ বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এবার পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার প্রথম দশে নরেন্দ্রপুরের ছয়জন পড়ুয়া ছিল। উচ্চমাধ্যমিকে দাপট আরও বৃদ্ধি পায়। মেধাতালিকায় জায়গা করে নেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১০ জন পড়ুয়া।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল