TRENDING:

Recruitment 2022: দেশের প্রতিরক্ষামন্ত্রকে অফিসার-সহ অন্যান্য পদে নিয়োগ, বিশদে জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্সের (Ministry of Defence) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator), সাব ডিভিশনাল অফিসার (Sub Divisional Officer) সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

Ministry of Defence Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইন ও অফলাইন দু’ভাবেই। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: রাজ্যের পুলিশে ২৪৩০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন

Ministry of Defence Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১৩০ শূন্যপদে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ, বিশদে জানুন

Ministry of Defence Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

advertisement

জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- ৭টি পদ

সাব ডিভিশনাল অফিসার- ৮৯টি পদ

হিন্দি টাইপিস্ট-১টি পদ

বিশদ নোটিশ লিঙ্ক-

https://dagshai.cantt.gov.in/wp-content/uploads/sites/43/2021/12/1.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা:  মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence)
পদের নাম: জুনিয়র হিন্দি ট্রান্সলেটার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৯৭
কাজের স্থান: ভারত
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:  কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:  বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদে দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ১৫.০১.২০২২

Ministry of Defence Recruitment 2022: আবেদনের যোগ্যতা

জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- উল্লিখিত পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পালসারি ভাষা হিসেবে থাকতে হবে।

সাব ডিভিশনাল অফিসার, হিন্দি টাইপিস্ট- এই পদের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে।

advertisement

Ministry of Defence Recruitment 2022: বয়সসীমা

জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

সাব ডিভিশনাল অফিসার, হিন্দি টাইপিস্ট- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে

Ministry of Defence Recruitment 2022: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

প্রার্থীদের অনলাইনে আবেদনের ফর্মটি ভরে প্রতিষ্ঠানের এই ঠিকানায় পাঠাতে হবে, ‘‘Principal Director, Defence Estates, Southern Command, Near ECHS Polyclinic, Kodhwa Road, Pune- 411040’।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: দেশের প্রতিরক্ষামন্ত্রকে অফিসার-সহ অন্যান্য পদে নিয়োগ, বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল