Ministry of Defence Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইন ও অফলাইন দু’ভাবেই। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: রাজ্যের পুলিশে ২৪৩০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন
Ministry of Defence Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৩০ শূন্যপদে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ, বিশদে জানুন
Ministry of Defence Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- ৭টি পদ
সাব ডিভিশনাল অফিসার- ৮৯টি পদ
হিন্দি টাইপিস্ট-১টি পদ
বিশদ নোটিশ লিঙ্ক-
https://dagshai.cantt.gov.in/wp-content/uploads/sites/43/2021/12/1.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence) |
পদের নাম: | জুনিয়র হিন্দি ট্রান্সলেটার সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ৯৭ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদে দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন: ১৫.০১.২০২২
Ministry of Defence Recruitment 2022: আবেদনের যোগ্যতা
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- উল্লিখিত পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পালসারি ভাষা হিসেবে থাকতে হবে।
সাব ডিভিশনাল অফিসার, হিন্দি টাইপিস্ট- এই পদের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে।
Ministry of Defence Recruitment 2022: বয়সসীমা
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
সাব ডিভিশনাল অফিসার, হিন্দি টাইপিস্ট- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে
Ministry of Defence Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদনের ফর্মটি ভরে প্রতিষ্ঠানের এই ঠিকানায় পাঠাতে হবে, ‘‘Principal Director, Defence Estates, Southern Command, Near ECHS Polyclinic, Kodhwa Road, Pune- 411040’।