TRENDING:

২০২৬-এর NEET পিজি কবে? ইন্টার্নশিপ সংক্রান্ত বিশেষ শর্তের সঙ্গে সম্ভাব্য দিন জানাল এনবিইএমএস

Last Updated:

NEET PG ২০২৬-এর সম্ভাব্য দিন ২ মে, NEET MDS ৩০ অগাস্ট। এনবিইএমএস জানাল, ইন্টার্নশিপ সম্পূর্ণ করলেই পরীক্ষায় বসার যোগ্যতা মিলবে। নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৬ সালের NEET পিজি পরীক্ষার সম্ভাব্য দিন ও যোগ্যতা সংক্রান্ত শর্ত জানাল ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ নিট পিজি, আগামী বছর ২ মে নেওয়া হতে পারে।
২০২৬-এর NEET পিজি কবে? ইন্টার্নশিপ সংক্রান্ত বিশেষ শর্তের সঙ্গে সম্ভাব্য দিন জানাল এনবিইএমএস
২০২৬-এর NEET পিজি কবে? ইন্টার্নশিপ সংক্রান্ত বিশেষ শর্তের সঙ্গে সম্ভাব্য দিন জানাল এনবিইএমএস
advertisement

এনবিইএমএস স্পষ্ট করেছে, শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি থাকলেই নিট পিজি দেওয়ার সুযোগ মিলবে না। আগ্রহী পরীক্ষার্থীদের ৩১ মে, ২০২৬-এর মধ্যে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। এই শর্ত পূরণ করলেই নিট পিজি পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন তাঁরা।

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!

advertisement

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

একই ধরনের নিয়ম ডেন্টাল সার্জারির স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। নিট এমডিএস-এর জন্য পরীক্ষার্থীদের ইন্টার্নশিপ ৩০ সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ হলেই চলবে। এনবিইএমএস জানিয়েছে, নিট এমডিএস পরীক্ষার সম্ভাব্য দিন হতে পারে ৩০ অগাস্ট।

advertisement

নিট পিজি ও নিট এমডিএস—দু’টি পরীক্ষাই কম্পিউটার বেস্‌ড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে নেওয়া হয়। এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির সুযোগ পান। পরীক্ষার প্রাপ্ত স্কোরের ভিত্তিতে কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন বরাদ্দ করা হয়।

এদিকে, নিট পিজি ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে বর্তমানে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। এই পর্যায়ে রেজিস্ট্রেশন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীরা ১৬ থেকে ২৬ জানুয়ারির মধ্যে নিজেদের পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবেন। আসন বরাদ্দের ফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি। এরপর ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত কলেজে প্রয়োজনীয় নথি নিয়ে রিপোর্ট করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

যদিও ২০২৬ সালের পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে, তবে নির্ধারিত দিনেই যে পরীক্ষা হবে, তার নিশ্চয়তা নেই। তাই পরীক্ষার্থীদের নিয়মিত ভাবে এনবিইএমএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
২০২৬-এর NEET পিজি কবে? ইন্টার্নশিপ সংক্রান্ত বিশেষ শর্তের সঙ্গে সম্ভাব্য দিন জানাল এনবিইএমএস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল